নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন আর নেই

ছবি সংগৃহীত

নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন আর নেই

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীতের বরেণ্য শিল্পী খালিদ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার রাত ১০টার দিকে রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন খালিদ হোসেন।

কিডনি ও ফুসফুসের জটিলতা ছিল। পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যাও ছিল।  

২০০০ সালে একুশে পদক পেয়েছেন খালিদ হোসেন। তার গাওয়া নজরুল সঙ্গীতের ছয়টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

ইসলামি গানের অ্যালবাম রয়েছে ১২টি।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর