আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা-উৎকণ্ঠা দেখা দিয়েছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিসহ যুগপৎ আন্দোলনে শরিক ও সমমনা দলে। তাদের মতে নির্বাচন নিয়ে রীতিমতো টালবাহানা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হচ্ছে না কবে নাগাদ হবে মানুষের কাঙ্ক্ষিত এ নির্বাচন। একবার বলা হচ্ছে, আগামী ডিসেম্বর লক্ষ্য ধরেই নেওয়া হচ্ছে সব রকমের প্রস্তুতি। আবার বলা হচ্ছে, ২০২৬ সালের জুন পার হবে না। অন্যদিকে উপদেষ্টারা একেকজন একেক কথা বলছেন। আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষাও ব্যক্ত করছেন কেউ কেউ। নতুন রাজনৈতিক দল এনসিপি সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন প্রলম্বিত করতে চায়। জামায়াতে ইসলামীসহ আরও দু-একটি দলের ভূমিকাও অস্পষ্ট। এ অবস্থায় নির্বাচন আদৌ হবে কি না তা নিয়েও সন্দিহান অনেকে। সবাই আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়। আবার নির্বাচন...
নির্বাচন নিয়ে উৎকণ্ঠা বাড়ছে
♦ অদৃশ্যশক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে : তারেক রহমান ♦ দ্রুত রোডম্যাপ ঘোষণা করে শঙ্কা দূর করার তাগিদ সমমনাদের
শফিউল আলম দোলন

আগামী নির্বাচনে অনেক সারপ্রাইজ দেখতে পাব
সামান্তা শারমিন
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, রাজনৈতিক অনেক পুরোনো সমীকরণ আছে, অনেকগুলো পক্ষ আছে যারা আগামী নির্বাচনে অনুপস্থিত থাকবে। এতে নতুন সমীকরণ দেখা যাবে। আগামী নির্বাচনে অনেকগুলো সারপ্রাইজ দেখতে পাব। নিজেরাও সারপ্রাইজড হতে পারি। আশা করি এনসিপি ভালো ফল করবে। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে স্বৈরতন্ত্র গঠনের যে প্রবণতা তা এবার সমূলে উৎপাটন করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার মূল জায়গাটাজুড়ে রয়েছে সংস্কার। পুরো রাষ্ট্রের কাঠামোতে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। পরিবর্তিত পরিস্থিতিতে এখন রাজনৈতিক দলগুলো হয়তো মনে করছেন রাষ্ট্রীয় ব্যবস্থার কাছে তারা অনেক ক্ষেত্রে নিরাপদ নন। আলটিমেটলি জনগণের কাছেই সব নিরাপত্তা। এটা যদি বুঝতে পারি তাহলে সব জায়গার মতবিরোধ দূর করা সহজ হবে। সম্প্রতি সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ...
তারেক রহমানের ওপর সীমাহীন জুলুম, নেপথ্যে প্রথম আলো
নিজস্ব প্রতিবেদক

৭ মার্চ, ২০০৭। হঠাৎ করেই গভীর রাতে ক্যান্টনমেন্টের বাসভবন ঘেরাও করল যৌথ বাহিনী। আগে থেকেই কানাঘুষা ছিল বাংলাদেশের তারুণ্যের আইকন এবং তরুণদের কণ্ঠস্বর, তৃণমূলের অবিসংবাদিত নেতা তারেক রহমানকে গ্রেপ্তার করা হতে পারে। তারেক রহমান এই গ্রেপ্তারের কথা জানতেন কিন্তু তিনি পালিয়ে যাননি। বাড়িতেই অবস্থান করছিলেন। শহীদ মইনুল হোসেন সড়কের এই বাড়িটি নানা স্মৃতিতে বিজড়িত। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই বাড়িতেই বসবাস করতেন। নানা স্মৃতিবিজড়িত এই বাড়িতে ঢুকে পড়ল যৌথ বাহিনী। অনুমতির তোয়াক্কা করা হলো না। শুরু হলো বাড়ি তছনছ। এক-এগারোর সরকারের বিরাজনীতিকরণ ফর্মুলা বাস্তবায়নের জন্য তারেক রহমানকে গ্রেপ্তার করা, তাকে রাজনীতি থেকে বাদ দেওয়া খুব জরুরি ছিল। আর সে কারণে তারা তারেক রহমানকে গ্রেপ্তার করা হলো সমস্ত আইনকানুন লঙ্ঘন করে। গ্রেপ্তার করে চোখ বেঁধে তাকে...
দুই পুত্রবধূকে নিয়ে এ মাসেই ফিরছেন খালেদা জিয়া
অনলাইন ডেস্ক

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের (এপ্রিল) মধ্যেই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন। এ সময় তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরবেন। ঢাকা-লন্ডনের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করেছে। সূত্রের বরাতে জানা গেছে, বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আগামী বুধবারের (৩০ এপ্রিল) মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া। শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন। ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর