ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক রাতেই ইসরায়েলের চালানো হামলায় চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আরও পাঁচ শতাধিক আহত হয়েছেন। এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে বহু মানুষ আটকে আছেন। এত কিছুর পরও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বললেন, এটা তো শুরু মাত্র। নেতানিয়াহুর এমন সতর্ক বার্তা সত্যিই গাজাবাসীর জন্য বড় ভয়ের। এখন প্রশ্ন জেগেছে আসলে নতুন করে কী ঘটছে চলেছে; কী আছে গাজার ভাগ্যে? এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই গাজা দখলের হুমকি দিয়ে রেখেছেন। সম্প্রতি ট্রাম্প বলেন, ইসরায়েলই গাজাকে আমেরিকার হাতে তুলে দেবে। তবে কি নেতানিয়াহু ট্রাম্পের সেই ইচ্ছে পূরণে নেমেছেন? আরও পড়ুন ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে ১৮ মার্চ, ২০২৫ বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে বার্তাসংস্থা...
সত্যিই ভয় ধরানো বার্তা দিলো নেতানিয়াহু, কী ঘটতে যাচ্ছে?
অনলাইন ডেস্ক

গাজায় আবারও ইসরায়েলি হামলায় জাতিসংঘ মহাসচিবের ক্ষোভ
অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এক রাতেই নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোয় এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি ক্ষুব্ধ বলেও জানিয়েছেন। একইসঙ্গে যুদ্ধবিরতি মেনে চলতেও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এই মহাসচিব। সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (১৯ মার্চ) এই তথ্য জানিয়েছে। এদিকে সংবাদমাধ্যমটি বলছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। গুতেরেস আরও বলেন, আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা...
পৃথিবীতে ফিরলেন সেই দুই নভোচারী
অনলাইন ডেস্ক

দীর্ঘ নয় মাসের উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে অবশেষে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী নভোচারী বুচ উইলমোর। তাদের ফেরাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন যান। বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, আমেরিকার ফ্লোরিডার উপকূলে নিরাপদে অবতরণ করেছেন এই দুই নভোচারী। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। যদিও তাদের কিছুটা সময় দরকার পৃথিবীর অভিকর্ষজ বলের সঙ্গে খাপ খাইয়ে নিতে। এজন্য তারা আপাতত কোনো সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেননি। নাসার পক্ষ থেকে এসময় এও বলা হয়, তাদের মেডিকেল চেক-আপের পরই পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হবে। উল্লেখ্য, গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুচ। আট দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিলো। কিন্তু যে যানে চড়ে তারা...
দীর্ঘসময় ফোনালাপ করলেন পুতিন-ট্রাম্প, কী বিষয়ে কথা হলো?
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন বলে জানা গেছে বৈশ্বিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে। তিন বছর আগে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রে গেলেও সেখানে কোনো ফলপ্রসূ আলোচনা তো হয়নি বরং একপ্রকার লাঞ্ছিত এবং বিব্রত হতে হয়েছে জেলেনস্কিকে। মূলত এই ফোনালাপ ছিলো রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধের উদ্দেশে। বার্তাসংস্থা রয়টার্স হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাত আটটার (বাংলাদেশ সময়) দিকে তারা ফোনে কথা বলা শুরু করেন। টানা দুই ঘণ্টা আলাপ হয় এই দুই নেতার মধ্যে। এদিকে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প ও পুতিন প্রায় দুই ঘণ্টা কথা বলেন। একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর