কালকিনিতে কৃষকের চোখ নষ্ট করে দিল প্রতিপক্ষ

কৃষক আলী আহম্মেদ সরদার

কালকিনিতে কৃষকের চোখ নষ্ট করে দিল প্রতিপক্ষ

মাদারীপুর প্রতিনিধি

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে আলী আহম্মেদ সরদার(৪৮) নামের এক অসহায় কৃষকের ডান চোখ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ। তবে আহত ওই কৃষককে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কোর্টে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর পরিবার একটি প্রতিবাদ সভা করেন।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের কৃষক আলী আহম্মেদ সরদারের সঙ্গে একই এলাকার রহিম সরদারের বাড়ির একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত শনিবার বিকেলে আলী আহম্মেদের সঙ্গে রহিম সরদারের কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে রহিম সরদার তার লোকজন নিয়ে লোহার রড দিয়ে আলী আহম্মেদকে বেদম মারধর করে এবং রড দিয়ে চোখে আঘাত করে। এতে করে তার ডান চোখ নষ্ট হয়ে যায়।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে কালকিনি হাসপাতালে
প্রথমে ভর্তি করেন। সেখান তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে সেলিম সরদার বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত রহিম সরদার বলেন, আলী আহম্মেদের চোখ আমি নষ্ট করিনি। আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করা হয়েছে।

কালকিনি থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, এ বিষয় আমরা ভুক্তভোগীর কাছ থেকে থানায় একটি মৌখিক অভিযোগ পেয়েছিলাম। তবে বিষয়টি দেখব।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)