ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, আগামী ৭ জুন পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। মঙ্গলবার (২২ এপ্রিল) এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ৭ জুন ঈদুল আজহা পালিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে পাকিস্তানের রুয়েত-ই-হিলাল কমিটি। চাঁদ দেখা সাপেক্ষে এ তারিখ নির্ধারণ করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আরবি মাস জিলহজের চাঁদ দেখা অত্যাবশ্যক। পাকিস্তানে সরকারিভাবে গঠিত চাঁদ দেখা কমিটি দেশের বিভিন্ন প্রান্তে চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করবে এবং তারপরেই আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা পূর্বাভাস দিয়েছেন, ২০২৫ সালের ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ...
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো পাকিস্তান
অনলাইন ডেস্ক

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার দিনক্ষণ ও স্থান জানাল ভ্যাটিকান সিটি
সাধারণ কাঠের কফিনে সমাহিত হওয়ার ইচ্ছা পোপের।
অনলাইন ডেস্ক

রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা করেছে ভ্যাটিকান। আগামী ২৬ এপ্রিল শনিবার, স্থানীয় সময় সকাল ১০টায় সেন্ট পিটার্স স্কয়ারে আনুষ্ঠানিকভাবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকালে ভ্যাটিকানের কার্ডিনালদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর জানানো হয়, ২৪ এপ্রিল বুধবার সকাল ৯টা থেকে পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হবে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। ৮৮ বছর বয়সে গতকাল সোমবার পোপ ফ্রান্সিস কাসা সান্তা মার্তায় তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ১২ বছর ধরে এই বাসভবনেই বসবাস করছিলেন। চিরাচরিত নিয়ম অনুযায়ী, পোপদের মৃত্যুর চার থেকে ছয় দিনের মধ্যেই অন্ত্যেষ্টিক্রিয়া হয় এবং সাধারণত তাঁদের ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার নীচের সমাধিক্ষেত্রে...
সৌদি গিয়ে মোদি বললেন, ‘আমরা বিশ্বস্ত বন্ধু’
অনলাইন ডেস্ক

দুই দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার সকালে তিনি সৌদির উদ্দেশ্যে দিল্লি থেকে যাত্রা শুরু করেন এবং পরে সৌদি আরবের বাণিজ্যিক কেন্দ্র জেদ্দায় পৌঁছান। সেখানে তাঁকে রাজকীয় সংবর্ধনায় অভ্যর্থনা জানায় সৌদি সরকার। জেদ্দায় নামার আগে আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি বলেছেন, সৌদি আরব ভারতের বিশ্বস্ত বন্ধু। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সৌদি যুবরাজ (কার্যত শাসক) মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে সৌদি আরবে গেছেন প্রধানমন্ত্রী মোদি। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী উড়োজাহাজটি সৌদি আকাশসীমায় প্রবেশের সময় সৌদি আরবের যুদ্ধবিমানগুলো এটিকে পাহারা দিয়ে নিয়ে যায়। দুই দিনের সৌদি আরব সফরে জেদ্দায় অবতরণের পর প্রধানমন্ত্রী মোদিকে ২১টি তোপধ্বনির...
৪ দশক পর প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী গেলেন জেদ্দায়
অনলাইন ডেস্ক

দুদিনের সফরে সৌদি আরবে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে মঙ্গলবার জেদ্দায় যান তিনি। সাধারণত ভারতের প্রধানমন্ত্রী রিয়াদেই যান। গত দুবার মোদিও সেখানেই গিয়েছেন। তবে এবার ঘটলো ভিন্ন ঘটনা। চার দশক বা ৪০ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী জেদ্দায় গেলেন। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে তৃতীয়বার সৌদিতে গেলেন মোদি। এর আগে ২০১৬ সালে এবং ২০১৯ সালে সে দেশে গিয়েছিলেন তিনি। নরেন্দ্র মোদির সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ, প্রতিরক্ষার মতো ক্ষেত্রে চুক্তি হতে পারে। ১২টি এমওইউ বা সমঝোতাপত্র সই হতে পারে। সৌদি আরব চায় তেল কেনা নিয়ে ভারত দীর্ঘমেয়াদি চুক্তি করুক। ভারত চায়, সৌদি আরব ভারত থেকে আরো হজযাত্রীকে হজ করতে যাওয়ার অনুমতি দিক। এই নিয়ে আলোচনার পর সৌদি আরব ভারতীয় হজযাত্রীর সংখ্যা বাড়াতে রাজি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর