দেশের আট জেলার উপর দিয়ে আজ সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়েছিল আবহাওয়া অফিস থেকে। এরই মধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ঝড়োবৃষ্টি শুরু হয়েছে। সরেজমিনে আজ সকাল সাড়ে আটটায় নদ্দা-ভাটারা একায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ঝরতে দেখা যায়। এসময় অনেকে স্বস্তির প্রকাশ করলেও অফিসগামীরা পড়েন অস্বস্তিতে। আবহাওয়া অফিস থেকে এক সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের অপর এক...
আভাস ছিল দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির, এরইমধ্যে শুরু বিভিন্ন জায়গায়
নিজস্ব প্রতিবেদক

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
অনলাইন ডেস্ক

দেশের ৮ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।...
পিতার স্মৃতি আজও তাড়া করে ফেরে ১৪ বছরের সিনথিয়াকে

মো. জাহাঙ্গীর আলম চব্বিশের ১৯ জুলাই ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ হয়েছেন। শাহাদতের বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও তার। প্রতিটি সকালে বাবার অনুপস্থিতির নিস্তব্ধতা যেন তাকে স্তব্ধ করে দেয়। বাবার আদর-ভালোবাসার স্মৃতিই এখন তার একমাত্র সম্বল। জাহাঙ্গীর সেদিন ঘর থেকে বেরিয়েছিলে, কাজের উদ্দেশ্যে, কিন্তু আর ফিরে আসেননি। আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নির্মমভাবে প্রাণ হারান তিনি। ৪৮ বছর বয়সী জাহাঙ্গীর ছিলেন একজন শাক বিক্রেতা। গণআন্দোলন দমন করতে গড়ে ওঠা কঠোর অভিযানের শিকার হন তিনিযে আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট প্রায় ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের পতন ঘটে। ২০২৪ সালের ১৯ জুলাই কাজলার ব্রিজে শাক আনতে গেলে পুলিশের গুলিতে নিহত হন জাহাঙ্গীর। তার বুকে গুলি লাগে এবং তা ভেতরে ঢুকে আটকে যায়। তাদের বাসা থেকে মাত্র ২০০-৩০০ মিটার দূরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। পরিবারটি...
বিদ্যুৎ উপদেষ্টাকে নিয়ে আসিফ মাহমুদের পোস্ট
অনলাইন ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মহমুদ সজীব ভূঁইয়া। তিনি বিদ্যুৎ উপদেষ্টাকে নিয়ে জাতীয় দৈনিক কালেরকণ্ঠে প্রকাশিত একটি ফটোকার্ড শেয়ার করেছেন। কার্ডের বক্তব্যে ফাওজুল করিম বলেন, অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল ৩.২ বিলিয়ন ডলার, আমরা এখন তা ৮২৯ মিলিয়ন ডলারে নামিয়ে এনেছি। বর্তমানে কোনো বিলম্বিত দেনা নেই, জরিমানাও নেই। ফটোকার্ডের ক্যাপশনে আসিফ মাহমুদ লেখেন, ফাওজুল কবির স্যারের সুপরিকল্পিত ব্যবস্থাপনায় আজ আমরা আগের অর্থনৈতিক বোঝা থেকে অনেকটাই মুক্ত, যাকে সত্যিকার অর্থেই বলা যায়, দায় থেকে দায়িত্বের উত্তরণ।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর