জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি বিচার না করে, তাহলে জনগণ জনতার আদালতে আওয়ামী লীগের বিচার করবে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি এ কথা বলেন। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতিসংঘের প্রতিবেদন প্রমাণ করেছে, আওয়ামী লীগের পরিকল্পনায় ও নির্দেশে জুলাই মাসে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। তাদের বিচার এবং দল হিসেবে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। তিনি বলেন, যারা গণহত্যা চালিয়েছে, গুম-খুন করেছে, তাদের বিচার না করে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। আমরা পাড়ায় পাড়ায় জনতার আদালত গড়ে তুলব। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচার করা হবেই। জুলাই আন্দোলনের অন্যতম এই সংগঠক বলেন, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে জুলাই...
আ. লীগকে নিষিদ্ধ করা না হলে বিচার হবে জনতার আদালতে

নারী সংস্কার কমিশনের প্রস্তাব কোরআনের সঙ্গে সাংঘর্ষিক
নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের মূল ভিত্তি হলো ইসলামের শাশ্বত বিধান, আল্লাহর কোরআনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। শুধু সাংঘর্ষিক নয়, বরং কোরআন কটাক্ষকারী প্রস্তাব। তিনি বলেন, আমাদের দেশে আবহমানকাল থেকে যে সমাজব্যবস্থা গড়ে উঠেছে, পরিবারভিত্তিক সমাজব্যবস্থা, সেই ব্যবস্থা ভেঙে পাশ্চাত্যের একটি সমাজব্যবস্থা, পরিবারবিহীন সংস্কৃতি গড়ে তোলা এর উদ্দেশ্য। গত বুধবার নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন আমরা আগাগোড়া পর্যবেক্ষণ করেছি। এটার পুরোটাই প্রত্যাখ্যানযোগ্য মনে হয়েছে। শুধু তা-ই নয়, এটা চরম ধৃষ্টতাপূর্ণ একটা প্রস্তাব বলে আমরা চিহ্নিত করেছি। এ জন্য সব ইসলামী সংগঠনের পক্ষ থেকে অভিন্ন ভাষায় এটার প্রতিবাদও জানানো...
‘অনির্বাচিত সরকার দীর্ঘসময় থাকলে নানা সমস্যা সৃষ্টি হয়’
নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে নানা সমস্যার সৃষ্টি হয়। তিনি বলেন, এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন, যাতে মানুষ বলতে পারে, দীর্ঘ ১৫ বছর পর ভোটের অধিকার প্রতিষ্ঠা করে তারা সরকার গঠন করতে পেরেছে। শনিবার (৩ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে। ভোটের অধিকার হরণ করেছে। এ দেশে যাতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, মানুষ যাতে ভোট দিতে পারে, যার ভোট সে নিজে দিতে পারে, জনগণের ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার এ দেশে গণতন্ত্র গঠন করতে পারে; তার জন্য চেষ্টা করছি। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনি দেশে-বিদেশে গ্রহণযোগ্য মানুষ। আশা করি আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে...
ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই নির্বাচন দিতে হবে: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই সংস্কার কাজ শেষ করে নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পি আর সিস্টেমে নির্বাচন হলে নির্বাচনে কালো টাকার প্রভাব থাকবে না। সেইসঙ্গে আনুপাতিক হারে নির্বাচনের মাধ্যমে সংসদে দলের আসন বণ্টনের কথাও জানিয়েছেন তিনি।। শনিবার (৩ মে) রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় বর্তমান নারীবিষয়ক সংস্কার কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা দাবি জানান জামায়াত আমির। তিনি বলেন, এই সংস্কার কমিটির প্রস্তাব বাস্তবায়ন হলে কোরআন পরিবর্তন হয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশের জন্য কল্যাণকর রাষ্ট্র গড়তে জামায়াত ইসলাম কাজ করবে। সেইসঙ্গে পরিবর্তনের জন্য জামাতের দায়বদ্ধতা অনেক বেশি বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর