'ভালো কিছুর জন্য পেসারদের দায়িত্ব নিতে হবে'

ছবি সংগৃহীত

'ভালো কিছুর জন্য পেসারদের দায়িত্ব নিতে হবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তান জানান দিয়েছে এবার বিশ্বকাপে ম্যাচ জিততে হলে বোলারদের পড়তে হবে কঠিন পরীক্ষার মুখে।

আগামী ২৬ মে কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচের আগে কার্ডিফে অনুশীলন করেছে টাইগাররা। দলের পেসার রুবেল হোসেন বলেছেন, পেস বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে ম্যাচে জয়ে।

 

তিনি বলেন, এ ধরনের কন্ডিশনে ম্যাচ জিততে হলে পেস বোলারদের ভালো বোলিং করতেই হবে। পেস বোলারদের উপর অনেক কিছু নির্ভর করে এ ধরনের কন্ডিশনে ম্যাচ জিততে হলে। আমাদের পেস বোলারদের বড় চ্যালেঞ্জ এখানে ভালো বোলিং করা।

 কীভাবে কম রান দেব, কীভাবে উইকেট বের করে নেয়া যায়।

আমারা এটা নিয়ে সবাই হার্ডওয়ার্ক করছি। কীভাবে ডেপথ্ বোলিং করা যায়, কীভাবে মিডল ওভারে নতুন বলে বল করতে হয়- এসব। আশা করি ভালো কিছুই হবে।

ব্যক্তিগত লক্ষ্যের কথা জানাতে গিয়ে রুবেল বলেন, আমি চাইব ভালো বোলিং করে ম্যাচ জয়ে বড় অবদান রাখতে। যদি খেলার সুযোগ পাই চেষ্টা করব বেস্ট ক্রিকেটটা খেলতে। কারণ বিশ্বকাপের মতো মঞ্চে সবাই চায় ভালো পারফর্ম করতে। সারা বিশ্ব এটার দিকে তাকিয়ে থাকে।

আগামী ২৮ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩০ মে বিশ্বকাপের পর্দা উঠলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর