খাদ্যে ভেজাল, প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

খাদ্যে ভেজাল, প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দিনাজপুরে র‌্যাবের ভেজাল বিরোধী বিশেষ অভিযানে স্থানীয় রোলেক্স বেকারির কারখানায় ভেজাল খাদ্য ব্যবহারের দ্বায়ে ৬ লাখ টাকা জরিমানা ও অনাদ্বায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকালে রোলেক্স বেকারির সদর উপজেলার গোপালগঞ্জ বটতলী কারখানায় র‌্যাবের একটি দল এই অভিযান পরিচালনা করে।

র‌্যাবের কর্মকর্তা মেজর গালিব জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রাসায়নিক রং ব্যবহার করে কেক, বিস্কুট, সেমাইসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সামগ্রী তৈরী করা হচ্ছে এই কারখানায়। পাশাপাশি মেয়াদ উত্তীর্ন পন্যে ও ক্ষতিকারক এইসব রং জব্দ করা হয়।

 

এ সময় র‌্যাব ফোর্সের সদর দফতরের নির্বহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

ভেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর