বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের শ্রমিকরা এখন রাজনীতির নতুন ধারায় যুক্ত হতে চায়। তিনি রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত সকল কারখানায় ইসলামি শ্রমনীতি চালুর আহ্বান জানান। বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সমস্ত শিল্প সেক্টরে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে শ্রমিক ফেডারেশনের মাধ্যমে শক্তিশালী ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। তিনি আরও উল্লেখ করেন, ইসলামি কল্যাণরাষ্ট্র গঠিত না হলে সমাজে প্রকৃত ইসলামি শ্রমনীতি প্রতিষ্ঠিত হবে না। অধ্যাপক পরওয়ারের মতে, ইসলামি শ্রমনীতি শুধু শ্রমিকদের অধিকার রক্ষায় নয়, বরং ন্যায়ের ভিত্তিতে একটি মানবিক ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সহায়ক হবে।...
শ্রমিক কল্যাণে ইসলামি শ্রমনীতি চালুর আহ্বান জামায়াত সেক্রেটারির
নিজস্ব প্রতিবেদক

ইশরাক দায়িত্ব নিচ্ছেন কবে?
অনলাইন ডেস্ক

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে ইতোমধ্যে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাই দেশজুড়ে এখন আলোচনা মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নেবেন কবে? শপথের আয়োজন কতদূর। এ ছাড়া শপথ নিলে তিনি কত দিন দায়িত্ব পালন করবেন- তা নিয়েও জনমনে আছে কৌতূহল। কারণ আদালতের রায়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হলেও সেখানে মেয়াদের বিষয়ে কিছু বলা হয়নি। তাহলে তিনি কি ডিএসসিসির পাঁচ বছর পূর্ণ মেয়াদে মেয়র থাকবেন, নাকি আগের মেয়াদ থেকে হিসাব করে বাকি কয় দিন থাকবেন? জানতে চাইলে ইশরাক হোসেন গণমাধ্যমকে বলেন, আমি মেয়র পদে শপথ নিলে কত দিন দায়িত্ব পালন করব- তা বলতে চাই না। এ বিষয়ে স্থানীয় সরকার আইনে বলা আছে। শুধু বলব, আমি ন্যায়বিচার চাই। আমি মনে করি, আমি পাঁচ বছরের জন্যই নির্বাচিত হয়েছি। শপথের জন্য তিনি প্রস্তুত রয়েছেন। আশা...
রাজধানীতে আজ শ্রমিক দলের সমাবেশ
অনলাইন ডেস্ক

মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ কর্মসূচি আজ বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আরও বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে তুলে ধরা হবে ১২ দফা দাবি। বিএনপির এই মাঠের কর্মসূচিকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। যৌথসভা ছাড়াও দলটির অঙ্গসংগঠনগুলো বিশেষ করে শ্রমিক দল সমাবেশ সফল করতে নানা কর্মতৎপরতা চালাচ্ছে। ঢাকাসহ আশপাশের সব শ্রমিক সংগঠনকে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকেও...
সাবেক এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাশেদের অভিযোগ

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে ২০১৮ সালের ১ জুলাই ইশতিয়াক আহমেদ তার কক্ষে রাশেদ খানের ওপর নির্যাতন চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। রাশেদ খান বলেন, ২০১৮ সালের ১ জুলাই গ্রেপ্তার করার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ইশতিয়াক আহমেদের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি জুতা পরা অবস্থায় তাঁর গোপনাঙ্গে লাথি মারেন। তিনি ইশতিয়াক আহমেদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এর আগে ইশতিয়াক আহমেদকে গ্রেপ্তারের পর গত মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর