কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ গ্রামবাসী, বিক্ষোভ 

ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর

কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ গ্রামবাসী, বিক্ষোভ 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ গ্রামবাসী ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। আজ সকালে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার দিঘিপাড়ায় জীবন ও সম্পদ রক্ষা কমিটি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

বক্তারা জানান, খনির কয়লা উত্তোলনের সময় কম্পোনের ফলে নতুন করে পাতরাপাড়া ও বাশপুকুর নামের আরো দুইটি গ্রামের ঘরবাড়ি ফাটল দেখা দিয়েছে। এই গ্রামের লোকেরা বর্তমানে ঝুকিপূর্ণ ও ভয়ভীতির মধ্যে জীবন যাপন করছে।


তাই খনি কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতিপূরণ ও এর দ্রুত সমাধানের দাবি জানান তারা।

জুনের ১০ তারিখের মধ্যে কোনো সমাধান না দিলে আগামীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয় এই বিক্ষোভ সমাবেশে। এসময় উপস্থিত ছিলেন জীবন ও সম্পদ রক্ষা কমিটির সভাপতি ইব্রাহিম আলী মন্ডল, সহসভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ক্ষতিগ্রস্থ গ্রামবাসী।

কয়লা উত্তোলনের কারণে এর আগে পর্যায়ক্রমে ৬২৭ একর ক্ষতিগ্রস্থ জমি খনির পক্ষ থেকে অধিগ্রহণ করা হয়।

এবার আবার নতুন করে
প্রায় ৩০ একর জমি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা য়ায়।

(নিউজ টোয়েন্টেফোর/পলাশ/তৌহিদ)