ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বিয়ে বিচ্ছেদ বাড়ছে। তথ্য বলছে, স্বামীর চেয়ে স্ত্রীরাই বিচ্ছেদ নিচ্ছেন বেশি, প্রায় আড়াইগুণ। ডিএসসিসি রাজস্ব বিভাগের লিপিবদ্ধকৃত বিয়ে ও তালাক নোটিশের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে এই সিটি করপোরেশন এলাকায় বিয়ে বিচ্ছেদ বা তালাকের ঘটনা ঘটেছে ৭ হাজার ৯১৩টি। এর মধ্যে স্বামীর আবেদনে বিচ্ছেদ হয়েছে ২ হাজার ১৪৯টি। বাকি ৫ হাজার ৭৬৪টি (আড়াইগুণের বেশি) বিচ্ছেদের ঘটনা ঘটেছে স্ত্রীর আবেদনে। তথ্যানুযায়ী, ২০২৩ সালে ডিএসসিসিতে বিয়ে বিচ্ছেদের ঘটনা নথিভুক্ত হয় ৭ হাজার ৩০৬টি। এর মধ্যে স্বামীর আবেদন ছিল ২ হাজার ২০টি এবং স্ত্রীর আবেদন ৫ হাজার ২৮৬টি। তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে মোট বিচ্ছেদের ঘটনা আরও বেশি ছিল। ওই বছর ৭ হাজার ৬৯৮টি বিয়ে বিচ্ছেদের ঘটনা ডিএসসিসির রাজস্ব বিভাগে নথিভুক্ত হয়। এর মধ্যে স্বামীর আবেদন ছিল ২ হাজার ৩১৫টি এবং...
বিচ্ছেদ বেড়েছে ঢাকার দক্ষিণে, আবেদনে এগিয়ে কারা
অনলাইন ডেস্ক

‘ইউসুফ ডাকাত’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে গাংচিল ডাকাত গ্রুপ-এর কুখ্যাত জলদস্যু বা ডাকাত ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা আর্মি ক্যাম্প হতে সেনাবাহিনীর টহল দল ঢাকা উদ্যান বোটঘাট এলাকার উল্টো পাশে বুড়িগঙ্গা নদী অতিক্রম করে কেরানিগঞ্জ এলাকায় অভিযান চালায় এবং ইউসুফকে আটক করে। এসময় তার কাছথেকে বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। সাভার ও মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা ও চারটি ডাকাতির মামলা রয়েছে। ইউসুফের দেওয়া তথ্য অনুযায়ী, পরে মোহাম্মদপুর এলাকা হতে মো. আকাশ হাওলাদার ওরফে খবরি কেও আটক করা হয়। অভিযানে ১০টি বড় রাম দা, তিনটি চাপাতি, পাঁচ প্যাকেট গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে এ দুজনের দেয়া তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযানিক দল আদাবরের বিভিন্ন...
জানা গেলো পারভেজ হত্যায় অংশ নেয় কারা
অনলাইন ডেস্ক

বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে তার ক্যাম্পাসের সামনেই নৃশংসভাবে কুপিয়ে, পিটিয়ে হত্যা করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অছাত্র, কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের মধ্যে ১১ জনকে এরই মধ্যে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তারও করা হয়। পরবর্তীকালে তাদের সাত দিনের জন্য রিমান্ডের নির্দেশ দেন আদালত। গতকাল সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীর ১৭ নম্বর সড়কে অবস্থিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় এলাকায় সরেজমিনে গেছে, ক্যাম্পাসের থমথমে পরিবেশ। এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ফটকে খুন হন পারভেজ। তাই সোমবারও শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সবার মুখে পারভেজ হত্যাকাণ্ডের আলোচনা। কেউ কেউ ঘটনার সময় অনেকের নির্লিপ্ততা...
ঢাকা উত্তরের প্রশাসকের উপদেষ্টা হলেন ড. আমিনুল
অনলাইন ডেস্ক

বর্তমান সময়ের জনপ্রিয় লেখক ড. আমিনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১৭ এপ্রিল সিটি করপোরেশনের এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৫৩ নং ধারা অনুযায়ী পরামর্শের প্রয়োজনে প্রশাসক মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো। এটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো। আরও পড়ুন ছলচাতুরি নয়, বাস্তবে ৫০০ টাকার ইন্টারনেটে মিলবে কত গতি? ২২ এপ্রিল, ২০২৫ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে সুইডেনে মাস্টার্স এবং ইংল্যান্ড থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর