বাংলাদেশ এবার জাতিসংঘের ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ইউএনইসিই) প্রণীত সীমান্তবর্তী জলপথ ও আন্তর্জাতিক হ্রদসমূহের সুরক্ষা ও ব্যবহার সংক্রান্ত কনভেনশন-এ আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে যাচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, কনভেনশনে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ আন্তঃসীমান্ত পানির সুষম ও টেকসই ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ, তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহযোগিতা পাওয়ার সুযোগ পাবে। ১৯৯২ সালে গৃহীত এবং ১৯৯৬ সালে কার্যকর হওয়া এ কনভেনশনটি ২০১৩ সাল থেকে বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে এতে ৫৫টি দেশ পক্ষভুক্ত এবং ২৬টি দেশ স্বাক্ষরকারী। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কনভেনশনে যোগদানের আগে জাতীয় পর্যায়ে একাধিক পরামর্শ সভা,...
আন্তর্জাতিক জলপথ কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

নাম বুলেট, প্রাণও যায় ঘাতক বুলেটে
অনলাইন ডেস্ক

আয়-উপার্জন করে বেকারত্ব ঘুচিয়ে নিজেকে বিয়ের উপযুক্ত করার আশা নিয়ে মাত্র এক মাস আগে ঢাকায় এসেছিল রাকিব হাওলাদার বুলেট (১৬)। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার লেলিয়ে দেওয়া খুনি পুলিশের ঘাতক বুলেট কেড়ে নিল তার প্রাণ, সাথে উপার্জনক্ষম হয়ে বিয়ের স্বপ্ন সবই। বাড়ি ফিরল লাশ হয়ে। বয়স মাত্র ১৬ পার হয়েছিল। তাবলীগ জামায়াতের স্থানীয় আমিরের পরামর্শে দ্রুত বিয়ে করার ইচ্ছা জানিয়েছিল মাকে। বড় তিন ছেলেকে বিয়ে না করিয়ে এই বেকার ছোট ছেলেটিকে কীভাবে বিয়ে করাবেন এ নিয়ে চিন্তায় পড়ে যান মা। তখন মা ছেলেকে কাজ-কর্ম করে স্বাবলম্বী হতে আয়-উপার্জনের পথ করে নেয়ার কথা বলেন। বুঝদার রাকিব মায়ের পরামর্শে বেকারত্ব ঘোচাতে বড় ভাইদের কাছে ঢাকায় যায়। কিন্তু ভাগ্যের নির্মাম পরিহাস মাত্র এক মাসের মাথায় সব স্বপ্ন-সাধ অপূর্ণ রেখে তাকে লাশ হয়ে রাজধানী থেকে বাড়িতে ফিরে আসতে হয় । মা শিল্পী...
সারা বিশ্বে ৭৫% হিমোফিলিয়া রোগী শনাক্তের বাইরে
নিজস্ব প্রতিবেদক

দেশে হিমোফিলিয়া রোগীর মাত্র ১০ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত ও চিকিৎসার বাইরে রয়ে গেছেন ৯০ শতাংশ রোগী। শনাক্ত রোগীদের সবাই পরিপূর্ণ চিকিৎসা পাচ্ছেন না। কিছু ক্ষেত্রে ওষুধের সংকট আছে। দেশের হিমোফিলিয়া রোগীরা কষ্টে আছেন। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তি, তাদের পরিবারের সদস্য ও চিকিৎসকেরা এ কথা বলেন। বাংলাদেশে হিমোফিলিয়া ব্যবস্থাপনা, সমাজে এ রোগের প্রভাব ও চ্যালেঞ্জ বিষয়ক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ। বহুজাতিক ওষুধ কোম্পানি রোশ এ গোলটেবিল আয়োজনে সহায়তা করে। বিশ্ব হিমোফিলিয়া দিসব ২০২৫ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বিশ্ব হিমোফিলিয়া দিবস। হিমোফিলিয়া হচ্ছে জিনগত ত্রুটিজনিত রক্তরোগ। এ ত্রুটি থাকলে রক্ত জমাট বাঁধে না। ক্ষত হলে বা কেটে গেলে...
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। যাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো যায় এবং বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনাগুলো অনুসন্ধান করা যায়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। কিছু প্রতিবন্ধকতা আছে। আমাদের তা অতিক্রম করে এগিয়ে যেতে হবে, এ সময় বলেন প্রধান উপদেষ্টা। বালোচ ১৫ বছর পর দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনায় পাকিস্তানের পক্ষের নেতৃত্ব দেন। অতীতের প্রসঙ্গ টেনে বালোচ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানকে দুই দেশের মধ্যকার সম্ভাবনাগুলো কাজে লাগানোর উপায় খুঁজে বের করতে হবে। তিনি বলেন, আমাদের নিজ নিজ অঞ্চলে বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর