ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দলে নেই পেসার তাসকিন আহমেদ। তাই গোড়ালির চোটের জন্য দেশের বাইরে যেতে হচ্ছে তাকে। রোববার (২৭ এপ্রিল) রাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তাসকিন লেখেন, আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ (জিম্বাবুয়ে) থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমাকে আপনারা দোয়ায় রাখবেন। এর আগে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের এক চিকিৎসকের অ্যাপয়নমেন্ট নেওয়া হয়েছ। ফলে এর আগেই তিনি সেখানে থাকবেন। তাসকিনের সঙ্গে...
ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন
অনলাইন ডেস্ক

আরও বড় শাস্তি পেলেন তাওহীদ হৃদয়
নিজস্ব প্রতিবেদক

ফের শাস্তির মুখে তাওহীদ হৃদয়। এবারের শাস্তি হলো আরও কঠিন, নতুন করে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে।গতকাল শনিবার (২৬ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর মেজাজ হারান মোহামেডান অধিনায়ক। পরে তাকে শুনানিতে ডাকা হলেও আসেননি। ম্যাচ রেফারি আখতার আহমেদ তাই লেভেল-১ অপরাধের জন্য হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করেন, সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার। হৃদয়ের নামের পাশে আগে থেকেই ৭ ডিমেরিট পয়েন্ট ছিল। এবার ১ যোগ হওয়ায় সেটি হয়েছে ৮। নিয়ম অনুযায়ী, ৮ ডিমেরিট পয়েন্ট মানে চার ম্যাচের নিষেধাজ্ঞা। সেই শাস্তিই পাচ্ছেন হৃদয়। এ সংক্রান্ত চিঠিটি এসেছে নিউজ টোয়েন্টিফোরের কাছে। এর আগে, গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন হৃদয়। পরে সংবাদমাধ্যমে এসে...
রোনালদো-ডুরান-মানে ম্যাজিকে সেমিতে আল নাসর
অনলাইন ডেস্ক

জাপানি ক্লাব ইয়োকোহামা এফ. মারিনোসকে ৪-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে আল-নাসর। সৌদি প্রো লিগের স্কোরশিটে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, জন ডুরান ও সাদিও মানে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রথমার্ধের প্রায় আধঘণ্টার সময় গোল করে আল-নাসরকে এগিয়ে দেন ডুরান। এর মাত্র চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। মূলত আল নাসরের ১২ মিনিটের ঝড়েই লন্ডভন্ড হয়ে যায় ইয়োকোহামা। যে ঝড়ে শেষ ধাক্কাটা দেন রোনালদো। ৩৮ মিনিটে গোল করেন পর্তুগিজ তারকা। মার্সেলো ব্রোজোভিচের শট ইয়োকোহামার গোলরক্ষকের বাধায় ফেরত এলে পাল্টা শটে গোল করেন সিআরসেভেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডুরান আবার গোল করে ব্যবধান ৪-০ করে দেন। এরপর ৫৩ মিনিটে ইয়োকোহামার কোটা...
রিয়ালকে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা বার্সার
অনলাইন ডেস্ক

সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ কোপা দেল রে ফাইনালে অতিরিক্ত সময়ে জুলস কুন্দের দুর্দান্ত গোলের মাধ্যমে বার্সেলোনা ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে তাদের ৩২তম শিরোপা জয় করে। এই জয়ে বার্সা কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম বড় ট্রফি অর্জন করল। শনিবার (২৬ এপ্রিল) রাতে স্পেনের এস্তাদিও দে লা কার্তুজায় অনুষ্ঠিত হয় কোপা দেল রের ফাইনাল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জুলস কুন্দের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বার্সেলোনা। ১২ মিনিটে পেদ্রির দূরপাল্লার শটে এগিয়ে যায় তারা। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে আসে। ৭০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ফ্রি-কিক থেকে গোল করে সমতা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর