‘‌‌সরফরাজ বিগ শট খেলতে পারেন না’

সরফরাজ-আফ্রিদি

‘‌‌সরফরাজ বিগ শট খেলতে পারেন না’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সরফরাজ বেশি বিগ শট খেলতে পারেন না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বুমবুমখ্যাত শহীদ আফ্রিদি। বলেন, তার (সরফরাজ) ৫, ৬ বা ৭ নম্বরে খেলার যৌক্তিকতা দেখি না। ওর আরও ওপরে ব্যাট করা উচিত। যেন ইনিংস মেরামত করতে পারেন।

পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

সরফরাজ ভুল পজিশনে ব্যাটিং করে নিজের প্রতিভা নষ্ট করছেন উল্লেখ করে শহীদ আফ্রিদি বলেন, এতে দলের কোনো লাভ হচ্ছে না।

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে সবশেষ ওয়ানডেতে ৫ নম্বরে নেমে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সরফরাজ। তাতে ছিল দুটি ছক্কা।

পুরো ১৮ মাস পর ওই ম্যাচে ছক্কা হাঁকান তিনি।

আফ্রিদির যুক্তি, বড় শট খেলার সামর্থ্য নেই সরফরাজের। তবে ইনিংস মেরামত করতে সিদ্ধহস্ত তিনি।

সাবেক এ অলরাউন্ডার বলেন, বিশ্বকাপে পাকিস্তানকে ভালো করতে হলে অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে তাকে বড় ভূমিকা পালন করতে হবে। মাঠে ও মাঠের বাইরে ওকে নেতা হতে হবে।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে বিশ্বকাপের দ্বাদশ আসরের। এর আগে টানা হারে ক্লান্ত পাকিস্তান। সবশেষ ১০ ওয়ানডেতেই হেরেছে সরফরাজ বাহিনী। বিশ্বকাপের প্রস্তুতিতেও ধাক্কা খেয়েছে তারা। প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর