বাগেরহাটের মোংলা শহরে শাসছুর রহমান রোডের কিশোরীর (১৪) আত্মহননের ঘটনার ভিন্ন মোড় নিতে শুরু করেছে। প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও এখন জানা যাচ্ছে ভিন্ন খবর। বখাটে যুবক অষ্টম শ্রেণি পড়ুয়া এই কিশোরীকে সুন্দরবনের করমজল পর্যটন স্পটে নিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে প্রথমে ধর্ষণ ও পরে এর ভিডিও করে রেখে ব্ল্যাকমেইল করার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়। পরে ওই ভিডিওর ভয় দেখিয়ে হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে গ্রেপ্তার হওয়া ওই যুবক। পরিবারের কাছে এ ভিডিও দেখানো হবে বলে বারবার হুমকি দেয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিল কিশোরী। লজ্জা ও বখাটেদের হাত থেকে রক্ষা পেতে এক পর্যায়ে আত্মহননের পথ বেছে নেয় ওই কিশোরী। এ ঘটনার প্রায় চার মাস পর নিহতের বাবা এক নারীসহ তিনজনকে...
আপত্তিকর ভিডিও ধারণ করে লাগাতার ধর্ষণ, লজ্জায় কিশোরীর আত্মহত্যা!
অনলাইন ডেস্ক

আখাউড়া সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি আহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএসফর গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন- ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে মো. আসাদুল ইসলাম (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ইটনা সীমান্তে তিন রাউন্ড গুলি করে বিএসএফ। এতে আসাদুল আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানান, ভারত সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি নদী পার হওয়ার সময় গুলি করে বিএসএফ। আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি বিএসএফর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।...
নিজের তৈরি প্যারাগ্লাইডারে স্বপ্ন পূরণ মারুফের
নিজস্ব প্রতিবেদক

ছোটবেলা থেকেই ছিল আকাশে উড়ার স্বপ্ন। এক সময় বড় ঘুড়ি নিয়ে আবার কখনো বেলুন নিয়ে আকাশে উড়তে চেয়েছেন। সেভাবে সফল হতে না পেরে সামাজিক মাধ্যম ফেসবুক-ইউটিউব থেকে জানতে পারেন প্যারাগ্লাইডারের মাধ্যমে আকাশে উড়ার কথা। মূলত সেখান থেকেই স্বপ্ন পূরণের যাত্রার সূচনা। ইউটিউব দেখে দেখে আর স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে বানিয়ে ফেলেন প্যারাগ্লাইডার। যা দিয়ে প্রায় আড়াই মাসে ১০০বারের অধিক তিনি আকাশে উড়েছেন। গল্পটি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার খেজুর তলা গ্রামের ইলেকট্রিশিয়ান মারুফ হোসেনের (২১)। ২০২২ সালে এসএসসি পাস করে কলেজে ভর্তি হলেও পরিবারের দারিদ্র্যের কারণে পড়ালেখা আর এগোয়নি মারুফের। শুরু করেন ইলেকট্রিশিয়ানের কাজ। স্বপ্ন ছিল নিজের বানানো মোটর পিঠে লাগিয়ে প্যারাগ্লাইডারের মাধ্যমে আকাশে উড়ার। সে স্বপ্নে তিনি সফল হয়েছেন। মারুফ হোসেন...
চট্টগ্রামে জমে উঠেছে বলী খেলা, শত বছর আগে যেভাবে শুরু
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লালদীঘি ময়দানে শুরু হয়েছে ১১৬তম ঐতিহাসিক আব্দুল জব্বারের বলী খেলা। শুক্রবার (১২ বৈশাখ) বিকাল ৪টায় নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বলী খেলা ও বৈশাখী মেলা কমিটির সদস্য সচিব এবং আয়োজক আব্দুল জব্বারের নাতি শওকত আনোয়ার বাদল জানান, এবার খেলায় অংশ নিতে ১২০ জন নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ৮০ জনকে বাছাই করে প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়েছে। এই ৮০ প্রতিযোগীর মধ্যে ৪০ জনকে পুরস্কৃত করা হবে। এছাড়া শীর্ষ চার বলী ও নতুন চারজন অংশ নেবেন চ্যালেঞ্জ রাউন্ডে। সেখান থেকে চারজন উঠবেন সেমিফাইনালে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের বদর পাতির ব্যবসায়ী ও ব্রিটিশবিরোধী আন্দোলনের সংগঠক আব্দুল জব্বার এই কুস্তি প্রতিযোগিতার সূচনা করেন। সেই থেকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত