আইপিএলে ইতিহাসে ৬ বলে ৬ ছক্কার ঘটনা নেই বলেলেই চলে। তবে এবার প্রথম এই কাজটি করে দেখালেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। রোববার (৪ মে) ইডেমন গার্ডেনসে এই কীর্তি এক ওভারে নয়, দুই ওভার মিলিয়ে করে দেখিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৬ বলে ৬ ছক্কার ঘটনা অনেকবারই দেখা গেছে। তবে অবিশ্বাস্য হলেও সত্য, আইপিএলে এর আগে এমন ঘটনা একবারও দেখা যায়নি। এদিন ৮ ছক্কা ও ৬ চারে ৪৫ বলে ৯৫ রান করেন পরাগ। এই ইনিংস খেলার পথে ১৩তম ওভারে মঈন আলির প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ার। পরের ৫ বলে ৫টি ছক্কা মারেন এই ব্যাটার। মঈনের ওভারের পর বোলিংয়ে আসেন বরুণ চক্রবর্তী। আবার প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন হেটমায়ার। এই ওভারেও নিজের খেলা প্রথম বলেই ছক্কা...
আইপিএলে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন পরাগ
অনলাইন ডেস্ক

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের কষ্টার্জিত জয়
অনলাইন ডেস্ক

লা লিগার ৩৪তম ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২ ব্যবধানে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে ফিরিয়ে আনল মাদ্রিদের দলটি। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার (৪ মে) খেলার শুরু থেকেই রিয়াল আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায়। ম্যাচের ৩২তম মিনিটে আরদা গুলারের দারুণ গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোস। এরপর ৩৮তম মিনিটে এমবাপ্পের প্রথম গোল রিয়ালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ৪৭তম মিনিটে আরদা গুলারের নিখুঁত ক্রসে এমবাপ্পে গোল করে ব্যবধান বাড়ান। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি সেল্টা ভিগো। ৬৮ মিনিটে হাভিয়ের রদ্রিগেজ এবং ৭৫ মিনিটে উইলিয়ট সোয়েডবার্গের গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। news24bdtv/AH...
লিটনকে নতুন অধিনায়ক করে টি২০ দল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

আসন্ন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরকে কেন্দ্র করে ১৬ সদস্যের টি২০ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। আজ রোববার (৪ মে) মিরপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পূর্ণমেয়াদে অধিনায়কত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আমিরাত সিরিজ। লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহাদি হাসানকে। তবে তাকে শুধু এই দুটি সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরো কয়েকজনকে সহ অধিনায়ক করে দেখবে বিসিবি। এরপর একজনকে বেছে নেবে। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। এদিকে, টি২০ দলে ফিরেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। দুজনই ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি।...
নতুন টি২০ অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি
নিজস্ব প্রতিবেদক

অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ জাতীয় দলের টি২০ ফরম্যাটের নতুন অধিনায়কের নাম। লিটন দাসের কাঁধেই গুরুদায়িত্ব চাপিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (৪ মে) এক সংবাদ সম্মেলনে টাইগারদের নতুন টি২০ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় লিটনের নাম। চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ সিরিজ দিয়েই স্থায়ীভাবে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন তিনি। আরব আমিরাতের বিপক্ষে খেলে আগামী ২১ মে পাকিস্তানে যাবে টাইগারারা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে অংশ নেবে তারা। news24bd.tv/SHS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর