চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসির কেন্দ্রে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কাছে উত্তর বলে দেওয়ার অভিযোগে হল সুপারকে গ্রেপ্তার এবং দায়িত্বরত তিন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে ঘটনাটি ঘটে। জানা যায়, ওই কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে হল সুপার মো. আজমুল হক ১২নং কক্ষে গিয়ে শিক্ষার্থীদের মৌখিকভাবে এমসিকিউ উত্তর বলে দিচ্ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ওই সময় কেন্দ্রে উপস্থিত হয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরবর্তীকালে অভিযুক্ত হল সুপার নিজের দোষ স্বীকার করে নেন। এ ঘটনায় কেন্দ্রসচিব আযাদ হোসেনকে বাদী বানিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিন দুপুর ১২টায় শাহরাস্তি থানা পুলিশ হল সুপারকে আটক করে থানায় নিয়ে...
পরীক্ষার হল থেকে সুপারকে তুলে নিয়ে গেল পুলিশ
নিজস্ব প্রতিবেদক

ছাত্রদলের ধাওয়ায় বৈষম্যবিরোধীর ৩ শিক্ষার্থী আহত
নিজস্ব প্রতিবেদক

ঈশ্বরদী সরকারি কলেজের দেয়ালে শহীদ আবু সাঈদের গ্রাফিতি মুছে দিয়ে বিএনপির তিন নেতার নামে স্লোগান লেখার প্রতিবাদে ছাত্রদলের ধাওয়ার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধীর তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঈশ্বরদী শাখার সমন্বয়কের সদস্য তানজিদুর জামান দিহান ও তার সঙ্গী রাতুল হাসান ও মেহেদী হাসান জিহাদ। বৈষম্যবিরোধী আন্দোলনের ঈশ্বরদী শাখার সমন্বয়কের সদস্য তানজিদুর জামান দিহান অভিযোগ করেন, কলেজের দেয়ালে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের ছবিসহ গ্রাফিতি লেখা ছিল। সেগুলো কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের নেতৃত্বে মুছে ফেলা হয়েছে। সেখানে স্থানীয় বিএনপির তিন নেতার...
দুই বাংলাদেশি কৃষককে ধরে ভারতে নিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক

বাংলাদেশের হবিগঞ্জ জেলার দুই কৃষককে ধরে নিয়ে ভারতে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার সকালে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিন্দা করছেন নেটিজেনরা। হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তানজিল আহমেদ সোমবার (২১ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উচ্ছৃংখল কিছু জনতা বাংলাদেশি ২ কৃষকের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পিকআপ ভ্যানে উঠানোর সময়ও নির্যাতন চালানো হয়। ভারতে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের...
চার বছর ধরে বাবার লাশের খোঁজে ছাদেকুল্লাহ মহিম

ছাদেকুল্লাহ মহিম, চারবছর আগে এক বৃষ্টির দিনে যার বাবা চট্টগ্রাম নগরের খালে চিরতরে হারিয়ে গিয়েছিলেন। আজও খোঁজ মেলেনি তার বাবার। সোমবার (২১ এপ্রিল) সকালে ছাদেকুল্লাহ মহিম যখন সংবাদ মাধ্যমকে কথাগুলো বলছিলেন, তখন বাইরে অঝোর ধারায় বৃষ্টি ঝরছিল। আক্ষেপ নিয়ে তিনি বলছিলেন, আমি এক দুর্ভাগা সন্তান। যার বাবা ছিল। কিন্তু সেই বাবা নগরের খালে হারিয়ে গেল। লাশটিও খুঁজে পেলাম না। সব সন্তান তার বাবার কবরের পাশে দাঁড়াতে পারে। অথচ আমার বাবার কোনো কবর নেই। আমার দাঁড়ানোর কোনো জায়গাও নেই। চার বছর ধরে বাবার লাশের খোঁজে আছি। কিন্তু কেউ আমার বাবার খোঁজ দিতে পারেনি। ছাদেকুল্লাহ মহিম বলেন, আজকের মতো সেদিনও এমন বৃষ্টি ঝরছিল। বাবা মাইজভাণ্ডার জেয়ারতের মনস্থির করেছিলেন। চকবাজারের সবজির দোকানে আমাকে বসিয়ে বেরিয়ে যান। সেই যে বের হলেন, আর ফেরেননি। বাবাকে হারানোর দিনের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর