জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে জোর করে, অন্যায়ভাবে পুশ ইন-এর নামে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। বৃহস্পতিবার (০৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে জোর করে, অন্যায়ভাবে পুশ ইন-এর নামে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ ও এর জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায়। মহান আল্লাহ ছাড়া আর কারও কাছে আমরা মাথা নত করব না। এই বিষয়ে আমাদের সরকার যেন কোনো দুর্বলতা না দেখায়। আগ্রাসনকে স্পষ্টভাবে না বলুন।...
আগ্রাসনকে স্পষ্টভাবে 'না' বলুন: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক

দ্রুত নির্বাচন দিলে অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে: দুদু
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, হাসিনাকে বিদায় করা হয়েছে গণতন্ত্রের প্রত্যাশায়। দ্রুত নির্বাচন দিলে অন্তর্বর্তীকালীন সরকারের নাম ইতিহাসের পাতা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যারা আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে শুরু থেকে ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বিগত ফ্যাসিবাদি সরকারের সময় জনগণকে আমাদের সবসময় জবাব দিতে হতো নির্বাচন কবে হবে। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণের আহ্বানও জানান তিনি।...
‘আমরা কারও পক্ষ নেবো না’
অনলাইন ডেস্ক

পাকিস্তান-ভারত যুদ্ধে বাংলাদেশের নিরপেক্ষ থাকা উচিত বলে মত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদের। তিনি বলেছেন, আমরা কারও পক্ষ নেবো না। একইসাথে দেশ দুটির উচিত অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করা। বুধবার (৮ মে) এক সাক্ষাৎকারে বিএনপির এই নেতা বলেন, আমরা বিশ্বশান্তির পক্ষে। মানবাধিকারের পক্ষে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। সুতরাং আমরা এ ধরনের সংঘাতে জড়াতে চাই না। মেজর হাফিজ বলেন, পাকিস্তান-ভারতে এত কী পরিস্থিতি হচ্ছে, আমাদের পক্ষে জানাও খুবই মুশকিল, প্রকৃত দোষী কারা? কাদের অন্যায়ের জন্য ব্লেম করা হবে, এত ক্লিয়ার ধারণা আমাদের নাই। বাংলাদেশের নিরপেক্ষ থাকা উচিত। আমাদের যে অর্থনীতি, আমাদের যে সেনাবল, আমাদের যে অবস্থান-আমরা এ ধরনের দুটি পরমাণু শক্তিধর দেশের সংঘাতে কারও পক্ষ নেব না। আমাদের প্রয়োজন নিজের দেশের অর্থনৈতিক...
‘আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দল হয়নি’
নিজস্ব প্রতিবেদক

চব্বিশের আন্দোলনের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে জালিম আর বারবার ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ মে) ভোরে আজিমপুরে দলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। দলের আরেক কেন্দ্রীয় নেতা এ টি এম আজহার ন্যায়বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান। দলের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দলের সাথে হয়নি। জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে সুবিচার নিশ্চিতে আইনজীবীদের আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করার পরামর্শ দেন জামায়াত আমির।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর