ভিসা জালিয়াতিতে জড়িত বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নেওয়া ও আশ্রয়দাতাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আজ সোমবার (২১ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস ফেসবুক পেজে এক পোস্টে ট্রাম্প প্রশাসনের এ বার্তা জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না। এতে আরও বলা হয়, যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।...
মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক

‘এই সপ্তাহেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি, তারপর প্রচুর রোজগার’
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সপ্তাহেইযুদ্ধবিরতি চুক্তি হয়ে যাবে। তিনি এ নিয়ে আশাবাদী। অবশ্য কোন শর্ত মেনে এই চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি। সোমবার (২১ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু ও ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে শুধু এই আশার কথা জানিয়ে বলেন, তারপর দুই দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুরু করবে এবং প্রচুর অর্থ রোজগার করে সমৃদ্ধশালী হবে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল। তারপর থেকে যুদ্ধ চলছে। ট্রাম্প সম্প্রতি বলেছেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে। গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ঘোষণা করেন, ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে। তবে এরপর দুই দেশই...
গাজায় চিকিৎসকদের হত্যা ভুল বোঝাবুঝি: আইডিএফ
অনলাইন ডেস্ক

গাজায় ১৫ চিকিৎসাকর্মীকে হত্যার ঘটনাকে অভিযানসংক্রান্ত ভুল বোঝাবুঝি বলে জানিয়েছে ইসরায়েল। রোববার (২০ এপ্রিল) ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে এর মধ্যেও গাজাজুড়ে দখলদার বাহিনীর হামলা অব্যাহত আছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি। গত ২৩ মার্চ গাজায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি এবং দমকল বিভাগের একটি বহরে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন জাতিসংঘের কর্মীসহ ১৫ জন। তদন্ত প্রতিবেদন ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, তাদের সেনারা ভেবেছিল দ্রুতগতির গাড়িগুলো শত্রু বাহিনীর। বলা হয়, হেডলাইট বন্ধ ছিল, অনুমতি ছাড়া গাড়িগুলো এগিয়ে এসেছিল। ভিডিও পর্যালোচনার পর আইডিএফ তাদের পূর্বের বিবৃতি সংশোধন করে এবং ভুল স্বীকার করে। এ ঘটনায় বরখাস্ত করা হয় সংশ্লিষ্ট ইউনিটের...
নিজ ঘরে রক্তাক্ত অবস্থায় মিললো কর্ণাটকের সাবেক পুলিশপ্রধানের মরদেহ
অনলাইন ডেস্ক

ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক পুলিশপ্রধান ওম প্রকাশের মরদেহ থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) বেঙ্গালুরুতে তারনিজ বাসভবন মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। সাবেক এ কর্মকর্তার বয়স ছিল ৬৮ বছর। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। পুলিশের বরাত প্রতিবেদনে বলা হয়েছে, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ওম প্রকাশের মরদেহ। শরীরে অসংখ্য ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তা ওমের স্ত্রী পল্লবী পুলিশকে মরদেহ সম্পর্কে খবর দেন। পুলিশ পল্লবী এবং তার মেয়েকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জানা গেছে, ওম প্রকাশ বেঙ্গালুরুতে এইচএসআর লেআউটে তার তিনতলা বাড়ির নিচতলায় থাকতেন। পিটিআইকে পুলিশ জানিয়েছে, তারা পরিবারের সদস্যের জড়িত থাকার বিষয়ে সন্দেহ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর