চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আবুল কাশেম (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট কাজী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কাশেম উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের হোসেন মাস্টার বাড়ির এবাদুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে আবুল কাশেম বাজার করে হাদিফকিরহাট থেকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বাড়ির রাস্তার মাথায় দ্রুতগামী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপ দেয়। এতে মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, হাদিফকিরহাট এলাকার সড়ক দুর্ঘটনায় কেউ মারা যাওয়ার বিষয়টি অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।...
বাড়ি ফেরা হলো না ব্যবসায়ীর
নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ
অনলাইন ডেস্ক

বেশ কয়েকদিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ফলে চলমান গরমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। হাসপাতালগুলোতে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন এবং উচ্চ রক্তচাপজনিত রোগীর সংখ্যা বাড়ছে। জেলা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কার্যালয়ে দিনে দুবার অর্থাৎ বেলা ৩টা ও সন্ধ্যা ৬টায় আবহাওয়ার পরিমাপ নির্ধারণ করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) ৩৫ দশমিক ৫ ডিগ্রি, বৃহস্পতিবার ও বুধবার সর্বোচ্চ তাপমাত্রা নির্ধারিত হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এরআগে ২২ এপ্রিল (মঙ্গলবার) তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২১ এপ্রিল (সোমবার) টাঙ্গাইলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। টানা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিকে স্বাভাবিক বলছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা। আবহাওয়াবিদদের মতে, এটা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহেরই প্রভাব।...
কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান
গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের লিডার সিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে কুশলা বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিট মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারের ১০টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে কোটালীপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আড়াই ঘণ্টা পর সকাল ৬টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে ৪টি চায়ের দোকান এবং ১টি করে মুদি, ফার্মেসি, অফিস, সেলুন, ফল ও মোবাইলের দোকান পুড়ে যাওয়ায় অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।...
টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত
টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাকরাইল পশ্চিম পাড়া এলাকার মৃত একে সাব্বির আহমেদের ছেলে সাইফুল আলম (৫০)। পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল আলম এক মাছ চাষীকে সাথে নিয়ে ভোর ৪ টার দিকে অটোযোগে হ্যাচারী থেকে মাছের পোনা আনার জন্য মির্জাপুরে উদ্দেশ্য রওনা হয়। পরে তারা মহাসড়কের ডুবাইল এলাকা পৌঁছালে তিন ছিনতাই মোটরসাইকেল নিয়ে তাদের অটো রিকশাটি গতিরোধ করে। পরে পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সাইফুল আলম তাদের টাকা দিতে বিলম্ব করায় তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সাইফুল আলমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর