পাকিস্তান-ভারত যুদ্ধে বাংলাদেশের নিরপেক্ষ থাকা উচিত বলে মত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদের। তিনি বলেছেন, আমরা কারও পক্ষ নেবো না। একইসাথে দেশ দুটির উচিত অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করা। বুধবার (৮ মে) এক সাক্ষাৎকারে বিএনপির এই নেতা বলেন, আমরা বিশ্বশান্তির পক্ষে। মানবাধিকারের পক্ষে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। সুতরাং আমরা এ ধরনের সংঘাতে জড়াতে চাই না। মেজর হাফিজ বলেন, পাকিস্তান-ভারতে এত কী পরিস্থিতি হচ্ছে, আমাদের পক্ষে জানাও খুবই মুশকিল, প্রকৃত দোষী কারা? কাদের অন্যায়ের জন্য ব্লেম করা হবে, এত ক্লিয়ার ধারণা আমাদের নাই। বাংলাদেশের নিরপেক্ষ থাকা উচিত। আমাদের যে অর্থনীতি, আমাদের যে সেনাবল, আমাদের যে অবস্থান-আমরা এ ধরনের দুটি পরমাণু শক্তিধর দেশের সংঘাতে কারও পক্ষ নেব না। আমাদের প্রয়োজন নিজের দেশের অর্থনৈতিক...
‘আমরা কারও পক্ষ নেবো না’
অনলাইন ডেস্ক

‘আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দল হয়নি’
নিজস্ব প্রতিবেদক

চব্বিশের আন্দোলনের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে জালিম আর বারবার ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ মে) ভোরে আজিমপুরে দলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। দলের আরেক কেন্দ্রীয় নেতা এ টি এম আজহার ন্যায়বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান। দলের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দলের সাথে হয়নি। জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে সুবিচার নিশ্চিতে আইনজীবীদের আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করার পরামর্শ দেন জামায়াত আমির।...
এনসিপির ‘স্বাস্থ্য উইং’ প্রস্তুতি কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক

বৈষম্যহীন, সার্বজনীন ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাসহ বিভিন্ন উদ্যোগকে সামনে রেখে স্বাস্থ্য উইং প্রস্তুতি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৭ মে) দলটির যুগ্ম সদস্য সচিব সালাহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ফ্যাসিবাদ উত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির উদ্যোগে একটি স্বতন্ত্র স্বাস্থ্য সংগঠন গঠনের লক্ষ্যে স্বাস্থ্য উইং প্রস্তুতি কমিটি গঠিত হচ্ছে। যার লক্ষ্য একটি বৈষম্যহীন, সার্বজনীন ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা। এ উইং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্যখাতের ডাক্তার ও স্বাস্থ্যখাতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ, বাধ্যতামূলক রেফারেল সিস্টেম চালু, সার্বজনীন স্বাস্থ্য-বীমা নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় ই-হেলথ সিস্টেম গঠনের...
ভারত-পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক

ভারত-পাকিস্তান উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে তারেক রহমান লেখেন, পার্শ্ববর্তী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি। পারস্পরিক স্বার্থ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করে। উল্লেখ্য,কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে গতরাতে পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারত। ভারতের এ হামলায় এখন পর্যন্ত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর