ঈদ যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়

ছবি সংগৃহীত

ঈদ যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঈদযাত্রায় আজ রোববার (২ জুন) ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উত্তরাঞ্চলগামী নীলসাগর এক্সপ্রেস, রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।  

স্টেশন কর্তৃপক্ষ জানায়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় ছাড়ান কথা থাকলেও প্রায় পাঁচ ঘণ্টা দেরি করে কমলাপুর রেলস্টেশন ছাড়বে। সকাল ৬টায় ধূমকেতু ও সুন্দরবন এক্সপ্রেসের ঢাকা ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে সোয়া ৮টায়।

 

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার আমিনুল হক জানান, দেরি হওয়ার কারণ হলো ট্রেনগুলো কমলাপুরে পৌঁছতেই দেরি করছে, ফলে ফিরতি ট্রেন হয়ে সেটির কমলাপুর ছাড়তে দেরি হচ্ছে।  

সারাদিনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩৭ টি আন্তঃনগরসহ ৫২টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর