নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার লক্ষীপাশা ডাক বাংলো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চঞ্চল শাহরিয়ার মিম নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মণ্ডলের ছেলে। তিনি গত ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদাভাবে তিনটি মামলায় দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতাকর্মী। মামলা তিনটি করেন শ্রমিকদল নেতা জাহিদুল ইসলাম (ঝুনু), লোহাগড়া ওয়ার্ড বিএনপি নেতা শহিদুল ইসলাম, ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান (বাবু)। মামলায় অভিযোগ তোলা...
নড়াইলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

পূর্বশত্রুতার জেরে খুনের বদলে খুন
মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত একজন ফেসবুকে দায় স্বীকার করে পোষ্ট করেছেন। নিহত সানা মাঝি (৪২) মধ্য মাকহাটি এলাকার মোহাম্মদ মাঝির পুত্র। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে মাকহাটি এলাকার তালগাছতলা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহের বুকের ওপর থেকে একটি একনালা শর্টগান ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়। নিহতের স্ত্রী ফাতেমা আক্তার জানান, গতকাল বিকাল ৩টায় স্বাধীন নামের পূর্ব পরিচিত এক ব্যক্তি বাসা থেকে ডেকে নিয়ে যায় তার স্বামী সানা মাঝিকে। পরে রাত ১১ টার দিকে সড়কে মরদেহ পরে থাকার খবর পান তারা। কিন্তু আতঙ্কে নিজেরা মরদেহ উদ্ধার না করে খবর দেন পুলিশকে। তিনি বলেন, আরও ২৭ বছর আগে আমার শশুর মোহাম্মদ মাঝিকে গুলি করে...
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে পিপুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত রিয়াজ (২০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং সে উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম। আহত রিয়াজের চাচাতো ভাই মো. সুমন জানান, বৃহস্পতিবার রাতে হালকা বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। পানি নিষ্কাশনের জন্য রিয়াজ জমিতে যান। জমিটি আন্তর্জাতিক সীমানার কাছাকাছি। তিনি জমিতে কাজ করার সময় ওপার থেকে ভারতীয় কুসুমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। একপর্যায়ে একটি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী...
চাপা দিয়ে পালাচ্ছিল প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স চালকের সাহসিকতায় আটক
অনলাইন ডেস্ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেওটখালি অংশে বৃহস্পতিবার (১ মে) রাত ৯টা ৩০ মিনিটে প্রাইভেটকারের চাপায় পথচারী রফিকুল ইসলাম নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি পালানোর চেষ্টা করলে একটি অ্যাম্বুলেন্স দ্রুত গাড়িটি গতিরোধ করে। পরে রাত ১০টার দিকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ঘাতক প্রাইভেটকারসহ মরদেহ উদ্ধার করে। জানা গেছে, নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার ভূইমারী উপজেলার বাসিন্দা। তিনি ঢাকায় বসবাস করেন। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, নিহতের মরদেহ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে। নিহতের স্বজনরা মরদেহ নিতে থানায় এসেছেন। ঘাতক প্রাইভেটকারচালককে আটক করা হয়েছে। প্রাইভেটকারটিও হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হবে। news24bd.tv/MR...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর