টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দ. আফ্রিকা

ছবি সংগৃহীত

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দ. আফ্রিকা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আজ রোববার (২ জুন) থেকে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হচ্ছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি টাইগারদের।

এদিন, ফাফ ডু প্লেসির কাছে টসে হেরে যান মাশরাফি বিন মর্তুজা। টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা।

প্রথম ম্যাচের আগে ভক্ত-সমর্থক এবং নিজ দলের ক্রিকেটারদেরকে একটি বিশেষ বার্তা দিয়েছেন মাশরাফি। তিনি বলেন, আমরা কিন্তু ফেবারিট দল না।

মনে রাখতে হবে, খেলতে নামছি তিন নম্বর দলের বিরুদ্ধে। কারও প্রত্যাশা, আমরা চ্যাম্পিয়ন হব, কেউ ভাবছেন সেমিফাইনাল খেলব। তবে প্রত্যাশা অনেক সময় চাপ হয়ে যায়, আবার অনেক সময় সেরা পারফম্যান্স বের করে নিয়ে আসে। আমরা সেরাটা দেওয়ার জন্যই প্রস্তুত।

তিনি আরও বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে অনেক বেশি চিন্তা ভাবনার দরকার নেই। বেশি চিন্তা করলে চাপ বাড়বে। নিজেদের স্বাভাবিক খেলাটা আর খেলা সম্ভব হবে না। আমাদের এভাবেই বিষয়গুলো দেখতে হবে। মাঠে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে।

এদিকে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পরে বাংলাদেশের বিপক্ষে ফিরে আসার লড়াই দক্ষিণ আফ্রিকার। তার আগে দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি সতীর্থদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর।

বাংলাদেশের একাদশ-

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত।

দক্ষিণ আফ্রিকার একাদশ-

ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক, ইমরান তাহির, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রাসি ভ্যান ডার ডুসেন, জেপি ডুমিনি, এইডেন মার্করাম, ক্রিস মরিস, আন্দিলে ফেলুকায়ো, কাগিসো রাবাদা।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর