সরকারের এ মুহূর্তে গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান। তিনি বলেন, সংকট থাকলেও জনস্বার্থে এই সিদ্ধান্ত সরকারের। গ্যাসের জন্য ভোলায় ৫টি কূপ খননের টেন্ডার দেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। বুধবার (৭ মে) শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এসব জানান উপদেষ্টা। এসময় তিনি বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। রমজান উপলক্ষে যে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ দেয়া হয়েছিল সেখান থেকে ১৫০ মেগাওয়াট দেয়া হবে শিল্প কারখানায়। তিনি আরও বলেন, মে থেকে আগস্ট পর্যন্ত এই সময়ে ১০০ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর ফলে সেখানে যত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে তা শিল্প কারখানায় দেয়া হবে। এই দুই সিদ্ধান্তের ফলে ২৫০ এমএমসিএফ গ্যাস বাড়বে শিল্প...
সংকট থাকলেও গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবে না সরকার: জ্বালানি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক

ভারত-পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোন জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সে জন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বুধবার (৭ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফেডারেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে গতরাতে পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারত। ভারতের এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতশাসিত কাশ্মীরে অন্তত ১০ বেসামরিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৩২ জন। ভারতের ৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান। news24bd.tv/আইএএম...
আওয়ামী লীগের হ্যাপিসহ গ্রেপ্তার ৪
অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন থানায় করা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (৭ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর মধ্যে রয়েছেন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি (৪০), ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম মো. মাহবুব আলম (৫৩), কোতোয়ালী থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাগর (৩২) ও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ান (৩২) । ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ মে) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। অন্যদিকে...
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশ বাহিনীতে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। আজ বুধবার (৭ মে) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) পুলিশ টেলিকমে, মো. ছিবগত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডিতে- ঢাকা, গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) শিল্পাঞ্চল পুলিশে, মো. তাওফিক মাহবুব চৌধুরীকে প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) বিপিএ- সারদায়, রেজাউল করিম মল্লিককে ডিআইজি- ঢাকা রেঞ্জ, ড. শোয়েব রিয়াজ আলমকে ডিআইজি এসপিবিএনে বদলি/ পদায়ন করা হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর