গাজীপুরের শ্রীপুরে প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন এক বাবা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২৫) গাজীপুর জেলার শ্রীপুর থানার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘাতক বাবা মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, ৫ থেকে ৭বছর আগে ছেলেকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়াতে পাঠান তার বাবা। সেখান থেকে ফিরে এসে মাদকাসক্ত হয়ে উঠলে ছেলেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে আবারো তাকে মালয়েশিয়াতে পাঠানো হয়। বছর খানেক আগে মালয়েশিয়া থেকে ফিরে...
ঘুমন্ত সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর থানায় বাবা
নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীতে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদরে বিস্ফোরক মামলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)র গুদামরক্ষক ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্তকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার (ওসি) মো.কামরুল ইসলাম। ওসি বলেন, গতকাল রাত ৯টার দিকে মাইজদীর সরকারি আবাসিক এলাকার সামনে স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে আটক করে একই দিন রাতে লক্ষীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার শান্ত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের সদস্য এবং ওই এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি নোয়াখালীতে বিএডিসির গুদামরক্ষক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শান্ত লক্ষ্মীপুরে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হমালার সাথে জড়িত থাকার অভিযোগ ছিল। এছাড়া জেলার বিভিন্ন থানায় তার সহযোগিতায় ও ইন্ধনে...
ব্রাহ্মণবাড়িয়ায় এক মাস আগের টাকা ভাংতির ঘটনা নিয়ে ফের সংঘর্ষ
নিহত ১, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ চলে। সংঘর্ষের সময় আজিজ মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আজিজ সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসহাক মিয়ার সাথে বাড়াইল গ্রামের এক দোকানির মধ্যে টাকা খুচরা (ভাংতি) করা নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে ওইদিন সন্ধ্যায় দুই পক্ষের লোকেরা সংঘর্ষে জড়ায়। এ সময় অন্তত ১০ জন আহত হন। এই সংঘর্ষের জের ধরে...
দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জেরে মাদ্রাসাশিক্ষক হত্যা
অনলাইন ডেস্ক

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুই দিন পর ফসলি জমি থেকে শেখ আল কালাম আজাদ নামে এক মাদ্রাসা শিক্ষকের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, স্ত্রীর পরকীয়ার জেরে তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। শেখ আল কালাম আজাদ জেলার মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের চর বামুন্দি গ্রামের বাসিন্দা। তিনি চর বামুন্দি ইয়াছিন আলী দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, রোববার (২৭ এপ্রিল) বিকালে বাড়ি থেকে বের হন শেখ আল কালাম আজাদ। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সকলে চিন্তিত হয়ে পড়েন, মোবাইলও বন্ধ পাওয়া যায়। এরপর শুরু হয় খোঁজাখুঁজি, আত্মীয় স্বজন সহ বিভিন্ন স্থানে খুঁজে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর