যারা শ্রমিকদের টাকায় ভাগ বসান তারা কুলাঙ্গার ও ভিক্ষুক আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের কোন জায়গায় শ্রমিকদের পকেটে কোন ভিক্ষুক আর হাত দিবেন না। রাজনীতির নামে এসব ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে। বৃহস্পতিবার (১ মে) সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবসের র্যালি পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতের এ নেতা আরও বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আজকে আঘাত হানার জন্য চতুরদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের শ্রমিকরা বাঁশের লাঠি হাতে সীমান্ত দাঁড়িয়ে যান কেউ এই বাংলাদেশের উপর আঘাত হাসতে পারবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, গণতন্ত্র এবং আগামী দিনের একটি ইসলাম ভিত্তিক উই ওয়ান জাস্টিস ছাত্র সমাজের সেই স্লোগান বাস্তবায়নে আসুন ইসলামী শ্রমনীতি শ্রম বান্ধবনীতি বাস্তবায়নের...
রাজনীতির নামে ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে: ড. রেজাউল করিম
লক্ষ্মীপুর প্রতিনিধি:

নারায়ণগঞ্জে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পয়ঃনিষ্কাশন (ড্রেন) থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পশ্চিম সেহাচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সকালে নিহতের মরদেহ পয়ঃনিষ্কাশন ড্রেনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে এটি হত্যা কিনা ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। News24d.tv/কেআই
মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলমা নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে মহেশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফতেপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। প্রবাসীর স্ত্রী তার সন্তানকে নিয়ে মহেশপুর শহরের কাজীপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। শিশুটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের খোলা জায়গায় খেলছিল শিশু ইলমা। এ সময় বিদ্যুৎ সংযোগের একটি ছেঁড়া তার জমি ঘেরা তারের বেড়ার আইলের উপর পড়ে ছিল। অসাবধানতাবশত সে তারে হাত লাগার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন। টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে...
অবিলম্বে মজুরি কমিশন গঠন করে শ্রমিকের নায্য অধিকার প্রতিষ্ঠা করুন: মোহাম্মদ সেলিম উদ্দিন
অনলাইন ডেস্ক

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের প্রধান উপদেষ্টা, গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, শ্রমিকরা এদেশের মুল চালিকাশক্তি। শ্রমিকদের অবদান ছাড়া কোন উন্নয়নই সফল হতে পারেনি। তাই সর্বক্ষেত্রে শ্রমিক ভাইবোনের নায্য দাবী ও অধিকার প্রতিষ্টা করা রাষ্টের অন্যতম মৌলিক কাজ। কিন্ত এদেশে দেখা যায়, বিগত ফ্যাসিস্ট সরকার শ্রমিকদের ব্যবহার করে তাদের নানাবিধ সম্পদের পাহাড় গড়ে তুলেছে ঠিকই, কিন্ত শ্রমিকদের কল্যানে কোন কাজ করেনি। এজন্য অনতিবিলম্বে মজুরি কমিশন গঠন করে শ্রমিকদের নুন্যতম মজুরি ২৩ হাজার থেকে উন্নীত করে ৩০ হাজার করতে হবে। এছাড়া শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও দুর্ঘটনা জনিত প্রনোদনা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ছেলে মেয়ে ও তাদের পরিবার জন্য সম্মানজনক ভাবে সমাজে পড়ালেখা করে বেড়ে উঠতে পারে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর