চৌমুহনীতে আগুনে ২০০ দোকান পুড়ে ছাই

আগুন। প্রতীকী

চৌমুহনীতে আগুনে ২০০ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা অর্ধশতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ সময় স্থানীয় ৪-৫ জন আহত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে চৌমুহনী রেলস্টেশন সড়কের পশ্চিম পাশের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে জেলা শহর মাইজদী সহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আরো আটটি ইউনিট ঘটনাস্থলে যায়।

প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

ঘটনাস্থল থেকে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারাণা তাদের। আগুন পুড়ে যাওয়া দোকানগুলো মধ্যে ক্রোকারিজ সাগগ্রী, প্লাস্টিক সামগ্রী, লাইব্রেরি, কসমেটিকস, গার্মেন্স সামগ্রীর দোকান সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।

পাশেই ইসলামি ব্যাংকের শাখা থাকলেও অল্পের জন্য তা রক্ষা পায় বলে জানিয়েছেন তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর