রাজধানীতে ফিরছে কর্মজীবি মানুষ

ছবি সংগৃহীত

রাজধানীতে ফিরছে কর্মজীবি মানুষ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঈদের ছুটি কাটিয়ে পরিবারদের নিয়ে নিরাপদে রাজধানীতে ফিরছে মানুষ। মহাসড়কে যানজট, ভোগান্তি না থাকায় জানিয়েছেন স্বস্তির কথাও।  

ব্যাগ-লাগেজ থাকায় সিএনজিচালিত অটোরিকশা চালকেরা মিটারের বদলে ইচ্ছা মতো কয়েক গুণ বেশি ভাড়া চাচ্ছে। ফলে যাত্রীদের বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে বাসায় ফিরছেন।

ঈদ ছুটি কাটিয়ে আসা এক যাত্রী জানান, ফরিদপুর থেকে আসছি। কোথাও কোনও ভোগান্তির মুখোমুখি হই নাই। কিন্তু গাবতলী এসে বিপদে পড়েছি। বাসায় যেতে পারছি না।

একে তো যানবাহন কম। অটোরিকশা চালকরা ইচ্ছামতো ভাড়া চাচ্ছে।  

এদিকে গতকাল শনিবার (৮ জুন) সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় ছিল আগের দিনগুলোর তুলনায় বেশি। তবে রাজধানীর সড়কে ছিল না চিরচেনা যানজট।

এছাড়া, সদরঘাট টার্মিনালে এসে দুর্ভোগে পড়েন লঞ্চের যাত্রীরা। যানবাহন না পেয়ে চরম দুর্ভোগের শিকার হয়েছেন তারা। যানবাহনের সংকট থাকায় বাড়তি ভাড়া দিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরতে হয়েছে অনেককে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর