নুসরাত হত্যা মামলার পরবর্তী শুনানি ২০ জুন

ছবি সংগৃহীত

নুসরাত হত্যা মামলার পরবর্তী শুনানি ২০ জুন

  ফেনী প্রতিনিধি

ফেনীর মাদ্ররাসারছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার পরবর্তী শুনানি আগামী ২০জুন ধার্য করা হয়েছে। আজ সোমবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ আলোচিত এই মামলার চার্জশিট গ্রহণ করে এবং অভিযোগ গঠনের জন্য এই দিন নির্ধারণ করা হয়।

এর আগে (৩০মে)ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন মামলাটি পরবর্তী কার্যক্রমের জন্য মামলার নথি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারিক আদালতে হস্তান্তর করেন।

এর আগে সকাল সাড়ে এগারোটার দিকে অভিযুক্ত, আসামি যথাক্রমে মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজউদ্দৌলা, উপজেলো আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন সহ গ্রেপ্তারকৃত ২১ জন আসামিকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়।

 

পরে তাদেরকে বিচারিক আদালতে তোলা হয়। চার্জশিটে মাদ্ররাসার অধ্যক্ষ  সিরাজউদ্দৌলাকে হত্যার হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে।

অভিযোগ পত্র নাম না থাকায় চার্জশিট থেকে অব্যহতি দেওয়া হয়েছে নূর হোসেন, আলা উদ্দিন, কেফায়েত উল্যাহ জনি, সাইদুল এবং আরিফুল ইসলামকে।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর