কক্সবাজার ও ভাসানচর নিয়ে না ভেবে মিয়ানমারে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জোর দিতে আন্তর্জাতিক মহলকে আহ্বান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে রেজাউল করিম রাসেল ওরফে রাসেল (৩৬) নামে এক যুবলীগ নেতাকে এলোপাতারী কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৩ টার দিকে নগরীর মৃত্যুঞ্জয়ী স্কুল রোড এলাকার ডিফেন্স পাটির কার্যালয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আভ্যন্তরীন কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন।
নিহত রাসেল জেলা যুবলীগের সদস্য এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। সে শহরতলীর শম্ভুগঞ্জ হরিপুর এলাকার জালাল উদ্দিন ওরফে জালাল ডিলারের ছেলে। দীর্ঘদিন যাবত শহরের আমলাপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকত।
কোতুয়ালী থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা রাসেলকে এলোপাতারী কুপিয়ে রক্তাক্ত করে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ূন কবির জানান, হত্যাকারী যেই হোক আমরা নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
পরবর্তী খবর
মন্তব্য