লিটন, সাব্বির না রুবেল?

বাংলাদেশ দল

লিটন, সাব্বির না রুবেল?

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

টাইগারদের একাদশে একটা পরিবর্তন আনা হবে বলে আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু কাকে বাদ দিয়ে কাকে নেওয়া হবে এ ব্যাপারে খোলাসা করেননি তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের পাপন বলেন, অন্য যে কোনো বিশ্বকাপের তুলনায় এবারের টিম অনেক ভালো। সাকিব ও মুশফিক খুব ভালো করছে।

মোটামুটি সবাই ভালো খেলছে। তামিম ইকবাল সুপার ব্যাটসম্যান, সে তার সুপার ফর্মে থাকলে কোনো সমস্যা হতো না। এখন পরিবর্তন আনাটা খুব কঠিন। তারপরও কথা যেহেতু উঠেছে, তাই একটা পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে মাঠে খেলা, সেটি অনেক ছোট। তাই সেভাবে সাজাতে হবে। কিন্তু কাকে বাদ দেব? তামিম সে অবশ্যই ফর্ম ফিরে পাবে। লিটন দাস ও সাব্বিরের কথা বারবার আসছে। কিন্তু তাদের কোথায় খেলাব? একটা উইনার টিমকে কীভাবে হঠাৎ পরিবর্তন করে দেব? একজন ওপেনার ব্যাটসম্যানকে পাঁচ নম্বরে তো খেলানো যায় না। বোলিংয়ে রুবেলের কথা আসছে ঘুরে-ফিরে। এখন দেখা যাক, একটা পরিবর্তন আনতেই হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর