সাইফউদ্দিনের শটে মাথা ফাটল বোলারের

সাইফউদ্দিনের শটে আহত হয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়ছেন নেট বোলার। ছবি: সংগৃহীত

সাইফউদ্দিনের শটে মাথা ফাটল বোলারের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সোমবার টনটনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ক্রিস গেইলদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে তাই হাত পাকিয়ে নিচ্ছে বাংলাদেশের বোলার ও ব্যাটসম্যানরা।  

শনিবার ইংল্যান্ডের টনটনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ দল অনুশীলন করে। কিন্তু অনুশীলনের সময় মোহাম্মদ সাইফউদ্দিনের একটি লফটেড শটে মাথা ফেটে যায় এক নেট বোলারের।

পরে তাকে বাংলাদেশ দলের ফিজিওর সঙ্গে দ্রুত মাঠ ত্যাগ করতে হয়।

সঙ্গে সঙ্গে নেট বোলার পিচের উপর পড়ে যান। মাথা থেকে রক্ত ঝরতে থাকে। মাঠে দ্রুত ছুটে আসে মেডিকেল টিম।

সাইফউদ্দিনের শট লাগে নেট বোলারের ডান কান আর মাথার মাঝে। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা উদ্বেগভরা কণ্ঠে জানতে চাইলেন, ‘মাথা ফেটেছে?’

ওই নেট বোলারের নাম রেনেল। তার মাথা ও কানের মতো স্পর্শকাতর জায়গায় বলের আঘাত লেগেছে। তবে তিনি জানিয়েছেন, ভালো আছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর