হার দিয়ে শুরু আর্জেন্টিনার কোপা আমেরিকা

ছবি সংগৃহীত

হার দিয়ে শুরু আর্জেন্টিনার কোপা আমেরিকা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কোপা আমেরিকার আসরে নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে মেসির আর্জেন্টিনা। আর এতে করে পরাজয় দিয়েই আর্জেন্টিনা কোপা আমেরিকার মিশন শুরু করল।

ম্যাচের প্রধমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই। মেসি-আগুয়েরো-ডি মরিয়াদের নিয়ে গড়া আর্জেন্টিনার আক্রমণ ভাগ প্রথমার্ধে বলার মতো কোন আত্রমণ করতে পারেনি।

তবে বিরিতির পর নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। কিন্তু গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা।

এদিকে, ম্যাচের শেষের দিকে চিত্র পাল্টে যায়। ৭১ মিনিটে জেম রদ্রিগেজের পাস থেকে রজার মার্টিনেজ বল পেয়ে যান।

পেনাল্টি বক্সের সামান্য ভিতর থেকে ডান পায়ের শটে গোল করেন মার্টিনেজ। আর ম্যাচের ৮৬ মিনিটে জেফারসন লেলমার পাস থেকে গোল করেন জাপাতা। এরপর ম্যাচের বাকিটা সময় কোন গোল না হলে ২-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মেসির আর্জেন্টিনার।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর