পিচ ভেজা থাকলে টস জিতে বল নেবে: সরফরাজকে ইমরান

পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও পাক অধিনায়ক সরফরাজ

পিচ ভেজা থাকলে টস জিতে বল নেবে: সরফরাজকে ইমরান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বাকাপ ক্রিকেটের ২২ তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এ নিয়ে উত্তাপ সর্বত্র। বিশ্বকাপ ক্রিকেটে এখন পর্যন্ত ছয়বার একে অপরের মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। অন্যান্য জায়গায় দাপট দেখাতে পারলেও বিশ্বকাপে ভারতের সামনে পড়লেই যেন 'বাঘ থেকে বিড়াল' হয়ে যায় পাকিস্তান।

এখন পর্যন্ত ভারতের বিপক্ষে একবারও জয়ের দেখা পায়নি তারা।

এদিকে আজকের ম্যাচে কারা জ্বলে উঠবেন, কে হতে পারেন ম্যাচ উইনিং খেলোয়াড়, সে বিষয়ে বিশ্লেষণ করেছেন পাক-ভারতের সাবেক ক্রিকেটাররা।

এবার সে বিশ্লেষণে যোগ দিলেন পাকিস্তান দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।

ম্যাচের আগে তার দলকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন ইমরান খান।

ক্ষণে ক্ষণে টুইট করছেন নানা অনুপ্রেরণামূলক উপদেশ।

বিশ্বকাপে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। ইমরান খান অধিনায়ক থাকা কালেও তা হয়নি। সে সব কথা মাথায় রেখেই নিজের অভিজ্ঞার ঝুলি অনুজদের সামনে মেলে ধরলেন ইমরান খান। ভারতের বিপক্ষে জিততে হলে আগের সব হারের কথা মাথায় রাখা যাবে না বলে সরফরাজদের সর্তকবার্তা দিয়েছেন ইমরান খান।

ইমরান বলেন, ‘হারের সব ভয় মন থেকে দূর করতে হবে। সাহসী মনই পারে ফল পক্ষে আনতে। আর হারের ভয় দলের মধ্যে ফেলে নেতিবাচক প্রভাব। ’

তবে সতীর্থ ওয়াসিম আকরামের সঙ্গে সায় দিয়ে ম্যাচে ভারতকেই এগিয়ে রেখেছেন পাক প্রধানমন্ত্রী। এক টুইটে ইমরান খান লিখেছেন, ‘এ ম্যাচে হয়তো ভারত ফেভারিট। তাই বলে হেরে যাওয়ার চিন্তাও মাথায় আনা যাবে না। শেষ বল পর্যন্ত লড়াই করতে হবে শোয়েব মালিকদের।

‌‘নিজেদের সেরাটা দেবে। মাঠে প্রকৃত ক্রীড়াবিদের মতো মাথা উঁচু করে খেলবে। দেশের মানুষের দোয়া সব সময় তোমাদের সঙ্গে আছে। ’

অধিনায়ক সরফরাজকেও বিশেষভাকে টুইট করেছেন ইমরান খান। পিচ নিয়ে নিজের বক্তব্য দেন ইমরান।

ইমরান খান বলেছেন, ‘পিচ যদি ভেজা না থাকে, তাহলে টস জিতলে অবশ্যই ব্যাটিং নিতে হবে এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হলে দলে স্পেশাল বোলার-ব্যাটসম্যান রাখতে হবে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর