নৌকা প্রতীকের মিছিলে যাওয়ায় বাড়িঘর ভাঙচুর, আহত ৫

বাড়িঘর ভাঙচুর-লুটপাট

মাদারীপুর সদর উপজেলা নির্বাচন

নৌকা প্রতীকের মিছিলে যাওয়ায় বাড়িঘর ভাঙচুর, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মিছিলে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাত চালিয়েছে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকরা। রোববার সকালে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সিরাজ রাঢ়ীর ছেলে রিপন রাঢ়ী শনিবার বিকেলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজল কৃষ্ণ দের নির্বাচনী মিছিলে অংশ নেয়। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই অ্যাডভোকেট ওবাইদুর রহমান কালু খানের কর্মী-সমর্থক একই গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে রনক মোল্লা, জলফু মোল্লার ছেলে বিল্লাল মোল্লা, সোবাহান রাঢ়ী, মোফাজ্জর আকন, মন্নান ফকিরসহ ১৫ থেকে ২০ জন সিরাজ রাঢ়ীর বাড়িতে হামলা চালায়।

তার বসতবাড়ি ও আসবারপত্র ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র লুটপাত করে নিয়ে যায়। এতে সিরাজ রাঢ়ী, রিপন রাঢ়ী, আলেকজানসহ পাঁচজন গুরুতর আহত হয়।

এই ঘটনার জেরে আবারও রোববার সকালেও বাড়িঘর ভাঙচুর করে। এই ঘটনায় মাদারীপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর