নাইজেরিয়ায় তিনদফা বোমা হামলায় নিহত ৩০

নাইজেরিয়ায় বোমা হামলা

নাইজেরিয়ায় তিনদফা বোমা হামলায় নিহত ৩০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নিও রাজ্যে তিনদফা বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। রাজ্যের কোনদুগা শহরে এ হামলা হয় বলে জানিয়েছে স্থানীয় জরুরি বিভাগ।

জানা গেছে, শহরের যে স্থানে বোমা হামলা হয়েছে তার পাশেই বহুসংখ্যক দর্শক টেলিভিশনে ফুটবল ম্যাচ উপভোগ করছিল। ধারণা করা হচ্ছে নাইজেরিয়ায় তৎপর বোকো হারাম সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

এর আগে তারা নাইজেরিয়ার সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে বহু বড় বড় হামলা চালায়। তাকফিরি এ সন্ত্রাসী গোষ্ঠী ২০০৯ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছিল।

বোকো হারামের হামলায় এ পর্যন্ত প্রায় ২৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

এছাড়া, তাদের তৎপরতার কারণে ১৮ লাখ মানুষ ঘর-বাড়িছাড়া হয়েছে।

২০০৯ সালের পর থেকে সন্ত্রাসী এ সংগঠন নাইরেজিয়ার আশপাশের দেশ নাইজার, চাদ ও ক্যামেরনে তাদের সন্ত্রাসী কার্যক্রমের বিস্তার ঘটায়। বোকো হারামের সন্ত্রাসীরা হত্যাকাণ্ডের পাশাপাশি নারী ও শিশুদের অপহরণ করে থাকে। ধর্ষণের মতো নিকৃষ্ট কাজেও এরা জড়িত।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর