মাশরাফি-সাকিবকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ফাইল ছবি

মাশরাফি-সাকিবকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে জিতে রেকর্ড করায় আনন্দের বন্যায় ভাসছে পুরো দেশ। তাইতো দেশবাসীর হয়ে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ভোলেননি মাশরাফি-সাকিবকে।

তিনি নিজে খেলা দেখেছেন, জাতীয় দলের ক্রিকেটারদের জন্য দোয়া করেছেন। এমনকি বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের পরপরই অধিনায়ক মাশরাফি আর জয়ের নায়ক সাকিব ও লিটন দাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনন্দন জানানোর পাশাপাশি আগামীতে ভালো খেলার জন্য ক্রিকেটারদের শুভ কামনাও জানিয়েছেন তিনি।

উইন্ডিজদের দেয়া ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে বাংলাদেশের লেগেছে মাত্র ৪১.৩ ওভার। সাকিব আল হাসানের বীরোচিত অপরাজিত ১২৪ রান এবং লিটন দাসের অপরাজিত ৯৪ রানের ওপর ভর করে ৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এমন অসাধারণ জয়ের পরই বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি অভিনন্দনের জোয়ার বইতে শুরু করেছে বিশ্বজুড়ে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর