মাদারীপুরে ছাত্রলীগ কর্মী খুন

মাদারীপুরে ছাত্রলীগ কর্মী খুন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় এরশাদ নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ করা হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে অংশ গ্রহণ করেন। এছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করে জয়লাভ করেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খানে ছোট ভাই ওবায়দুর রহমান কালু খান।

দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক বাহাউদ্দিন নাছিমের সঙ্গে আধিপত্য নিয়ে স্থানীয় সাংসদ ও সাবেক নৌ মন্ত্রী
শাজাহান খানের বিরোধ চলে আসছিল। সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে বাহাউদ্দিন নাছিম সমর্থিত পক্ষ থেকে আওয়ামী লীগের
দলীয় প্রার্থী হয় কাজল কৃষ্ণ দে। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কাজল কৃষ্ণ দের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজ করছিল ছাত্রলীগ কর্মী এরশাদ। এর জের ধরেই বুধবার দুপুরে শহরের সবুজবাগ এলাকায় দুর্বৃত্তরা এরশাদকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিতে কর্তব্যরত চিতিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর