হানিফ পরিবহনের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

প্রতীকী ছবি

হানিফ পরিবহনের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

যশোর প্রতিনিধি

যশোর মনিরামপুর সড়কের খইতলা এলাকায় হানিফ পরিবহনের ধাক্কায় ধলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সাইকেলে করে স্কুল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুই শিক্ষার্থী হলো ধলিগাতি গ্রামের খায়রুল বাশারের ছেলে আশিকুর রহমান ও জামলা গ্রামের জালাল উদ্দীনের ছেলে আল আমিন।

এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থীরা সুন্দর বাজারে যশোর-সাতক্ষীরা মহাসড়ক আটকিয়ে বিক্ষোভ করে।

 

নিহত আশিকুর রহমানের চাচা জানান, আশিক ও আল-আমিন বাইসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহন দুই শিক্ষার্থীকে চাপা দেয়।

এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই স্কুলসহ আশপাশের আরও অনেকগুলো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুন্দরবাজারে মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করছে।  

সড়ক অবরোধে সাময়িক যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এ সময় চালকসহ জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ উঠিয়ে নেয়।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর