চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩১ হাজার ৮১৩ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৯৯ লাখ ডলার রেমিট্যান্স। বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, এপ্রিলের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৮০ কোটি ৮৩ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৬.৬০ শতাংশ। গত ২৯ এপ্রিল একদিনে দেশে প্রবাসীরা ১০ কোটি ৪৬ লাখ ডলার পাঠিয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৩৯ কোটি ২৭ লাখ ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৮.৫০ শতাংশ। এদিকে, গত মার্চে দেশে...
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নিজস্ব প্রতিবেদক

আমরা প্রকৃত উন্নয়ন চাই: ড. সালেহউদ্দিন
ড. সালেহউদ্দিন আহমেদ

সরকার প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে চায় উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বলেছেন, ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের সহজীকরণ ও ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য তারা তাদের পদক্ষেপ অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, আমরা অবশ্যই ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি নিশ্চিত করতে এবং ব্যবসা-বাণিজ্যের সহজীকরণ ও ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আগামী অর্থ-বছরের (২৬) বাজেটের আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ৪৫তম পরামর্শক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের...
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রোববার
অনলাইন ডেস্ক

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে রোববার (৪ মে)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। যা মে মাসে থেকে কার্যকর হবে। আজ বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত মে (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৪টায় ঘোষণা করা হবে। এর আগে গত ৬ এপ্রিল দেশে এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। আর গত ৩ মার্চ সেই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে...
সাময়িকভাবে বন্ধ থাকবে সিটি ব্যাংক
অনলাইন ডেস্ক

সিটি ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে ৪৪ ঘণ্টা বন্ধ রাখা হবে। ডাটা সেন্টার স্থানান্তর করার জন্য বন্ধ থাকবে বলে জানা গেছে। এ বিষয়ে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিটি ব্যাংক পিএলসির বিদ্যমান ডাটা সেন্টার স্থানান্তর করা হবে। এতে আগামী ৯ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ৮টা পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আবেদন করেছে ব্যাংকটি। আরও পড়ুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর ১৭ এপ্রিল, ২০২৫ বাংলাদেশ ব্যাংক জানায়, আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে সিটি ব্যাংক পিএলসি সাময়িকভাবে বন্ধ রাখার সম্মতি দেয়া হয়েছে। এ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর