ঘুমন্ত ছোট ভাইকে হত্যা করল বড় ভাই

ছোট ভাই প্রভাকর ত্রিপুরা

ঘুমন্ত ছোট ভাইকে হত্যা করল বড় ভাই

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

লেখাপড়ার খরচ চাওয়া নিয়ে দ্বন্দ্বে ছোটভাইকে খুন করে সেফটিক ট্যাংকে ফেলে দিল বড়ভাই। বৃহস্পতিবার (২০ জুন) খাগড়াছড়ির জেলা সদরের খাগড়াপুর এলাকার একটি সেফটিক ট্যাংক থেকে ওই ছোট ভাইয়ের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

হতভাগা ওই ছোট ভাইয়ের নাম প্রভাকর ত্রিপুরা (২৬)। তিনি ঢাকা সরকারি বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের ছাত্র ছিলেন।

জানা গেছে, লেখাপড়ার খরচ বহন নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে চাকরির প্রলোভন দেখিয়ে বড়ভাই চিরঞ্জিত ত্রিপুরা তাকে বাড়ি ডেকে পাঠায়। পরে নিজ হাতেই ছোটভাইকে হত্যা করে চিরঞ্জিত। পুলিশের হাতে গ্রেপ্তারের পর এমনটাই তথ্য দিয়েছে চিরঞ্জিত।

প্রভাকর ও চিরঞ্জিত খাগড়াপুরের মৃত সুরেন্দ্র ত্রিপুরার ছেলে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে প্রভাকর সবার ছোট।

ঢাকায় লেখাপড়ার খরচের জন্য প্রভাকর প্রায়ই বড়ভাই চিরঞ্জিতের কাছে টাকা চাইতেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদও হতো।

চিরঞ্জিতের স্বীকারোক্তির বরাত দিয়ে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন জানান, টাকা চাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনমালিন্য সৃষ্টি হয়। এক সেই ক্ষোভ থেকেই ক’দিন আগে চাকরির কথা বলে প্রভাকরকে ঢাকা থেকে খাগড়াছড়ি আসতে বলে চিরঞ্জিত। বড় ভাই চিরঞ্জিত ত্রিপুরার বাসায় রাতে ঘুমায় প্রভাকর। ঘুমানের পর ওই রাতেই হাতুড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তাকে খুন করে সে। পরে বাড়ির পাশে সদ্য নির্মিত একটি সেফটিক ট্যাংকে মরদেহ ফেলে দেওয়া হয়।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর