দীর্ঘ চার মাস ১১ দিন পর চালু হলো কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী ফেরি সার্ভিস বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান। তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে গত বছরের ২৩ ডিসেম্বর ফেরি চলাচল বন্ধ হয়। ফলে ফেরি কুঞ্জলতা ও কদম দীর্ঘদিন ধরে রৌমারী ঘাটে পড়েছিল। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার (৩ মে) থেকে ফেরি পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যানবাহন পাওয়া গেলে রৌমারী থেকে চিলমারী ঘাটের উদ্দেশে রওনা দেবে। এদিকে ফেরি চলাচলের খবর পেয়ে উচ্ছ্বসিত কুড়িগ্রামের যানবাহন চালক ও মালিকরা। কুড়িগ্রামের ব্যবসায়ী হায়দার আলী জানান, ফেরি চালু হওয়া খুশির খবর। এখন আর ঘুরপথে মালামাল পরিবহন করতে হবে না। ব্যবসায়ীরা নৌপথে দ্রুত মালামাল পরিবহন করতে পারবে। ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের...
সাড়ে ৪ মাস পর ব্রহ্মপুত্রে ফেরি চলাচল শুরু
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

ধরা পড়লো বিশাল আকৃতির কাতল, অর্ধ লাখে বিক্রি
মিঠুন গোস্বামী, রাজবাড়ী

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে জালাল প্রামাণিকের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (৩ এপ্রিল) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে। জেলে জালাল প্রামাণিক জানান, ভোরে তিনিসহ কয়েকজন জেলে পদ্মা নদীতে মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা মেলে না। পরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। সেখান থেকে জাল তুলতেই বেশ কয়েকটি ঝাঁকুনিতে বুঝতে পারেন বড় কিছু আটকে আছে। পরে নৌকায় জাল তুলে দেখেন বিশাল একটি কাতল মাছ। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে ওজন দিয়ে দেখেন মাছটি ২৮ কেজির। চাদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে জেলে জালাল প্রামাণিক মাছটি দৌলতদিয়া ঘাটের বিসমিল্লাহ মাছের আড়তে...
হঠাৎ মাঝপথে থেমে গেল চলন্ত ট্রেন, আতঙ্কিত যাত্রীরা
অনলাইন ডেস্ক

হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে চলন্ত অবস্থায় মাঝপথে থেমে গেছে ট্রেন। আজ শনিবার (৩ মে) দুপুর দুইটার দিকে কুমিল্লা রেল স্টেশনের আউটারে ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই ট্রেনের নাম বিজয় এক্সপ্রেস। ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী। এদিন বেলা ২টার দিকে কুমিল্লার অশোকতলা রেলগেট এলাকার কাছাকাছি আসলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এ সময় যাত্রী ও সংশ্লিষ্টরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর বেলা ২টা ৪০ মিনিটের দিকে একটি অতিরিক্ত ইঞ্জিন এসে ট্রেনটি কুমিল্লা স্টেশনে এনে রাখে। কুমিল্লার সাব স্টেশন ইঞ্জিনিয়ার (পথ) মো. লিয়াকত আলী মজুমদার বলেন, ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে পড়লে বিকল্প ইঞ্জিন দিয়ে কুমিল্লা স্টেশন আনা হয়। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে গন্তব্য ময়মনসিংহ ছুটে যায়। আরও পড়ুন রাতভর মিটার-ট্রান্সফরমার চুরির পর ওদের দেখে ফেলে...
বন্ধের দিনে ব্যাংকের ভেতর প্রবাসীর স্ত্রী, আটক ২
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বন্ধের দিনে ব্যাংকের ভেতর থেকে প্রবাসীর স্ত্রীসহ দায়িত্বরত আনসার সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মোমিনপুর বাজারে অবস্থিত রূপালী ব্যাংক পিএলসি মোমিনপুর শাখা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক আনসার সদস্যের নাম মো. হেলাল হোসেন (২৫)। তিনি ব্যাংকের ওই শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন। স্থানীয়রা জানায়, শনিবার সকালে এক নারীকে ব্যাংকের ভেতর প্রবেশ দেখে তাদের সন্দেহ হয়। কিছুক্ষণ পর মোমিনপুর বাজারের কয়েক ব্যবসায়ী আনসার সদস্যকে ডাকাডাকি করলে সে বাইরে এসে ব্যাংকের দরজায় বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ওই নারী দরজার কাছে এলে তাকেও বাইরে আনা হয়। পরে সদর থানা-পুলিশকে খবর দেয় স্থানীয়রা। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর