'এখনও আমরা পারি, তিন ম্যাচ বাকি আছে'

ছবি সংগৃহীত

'এখনও আমরা পারি, তিন ম্যাচ বাকি আছে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

খাঁদের কিনারে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর রেকর্ড কম নেই বাংলাদেশের। এই ধরুন চলতি বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলে ওইদিনই শেষ হয়ে যেত সেমি-ফাইনালে খেলার স্বপ্ন। অথচ সেদিন দুর্দান্ত এক জয়ে আবারও নতুন করে স্বপ্ন বুনতে শুরু করে বাংলাদেশ।

সেই অনুপ্রেরণা নিয়ে বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়াকে হারানোর মিশনে নেমেছিল টাইগাররা।

৩৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৮ রানে হেরে স্বপ্ন ভঙ্গের শেষ প্রান্তে বাংলাদেশ।

তবু আশা ছাড়ছে না মাশরাফি বিন মুর্তজা! সেমি-ফাইনালে যাওয়ার সব চেষ্টাই করে যাবেন শেষ পর্যন্ত বলে জানিয়েছেন তিনি। ‘কাজটা কঠিন হলেও অসম্ভব না।

আমি এখনও মনে করি, কে জানে কত কী হতে পারে! এখনও আমরা পারি, তিন ম্যাচ বাকি আছে।

আমাদের দারুণ ক্রিকেট খেলতে হবে এবং এরপর কি হয় দেখব। কাজটি কঠিন হবে। তিনটি ম্যাচ যদি জিততে পারি, তখন দেখা যাবে কী অবস্থা। আমাদের জন্য আপাতত গুরুত্বপূর্ণ হলো বাকি তিনটি ম্যাচ একটি একটি করে এগোনো এবং জেতা। ’

আগামী ২৪ জুন টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। পরের ম্যাচ ২ জুলাই ভারত আর ৫ জুলাই লিগের শেষ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর