মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে শ্রীলংকা ও নেপাল

ছবি সংগৃহীত

মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে শ্রীলংকা ও নেপাল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মহাকাশে নিজেদের প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে শ্রীলংকা। ১৭ জুন স্যাটেলাইটটি পাঠায় দেশটি। প্রায় একই সঙ্গে নিজের প্রথম স্যাটেলাইট পাঠায় পার্শ্ববর্তী দেশ নেপাল। নেপালের তৈার প্রথম কৃত্রিম উপগ্রহ হল নেপালি স্যাট-১।

তবে শ্রীলংকার স্যাটেলাইটটির নাম রাখা হয়েছে রাবণ-১। আর এ নামকরণেই বেশ চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীলংকা।

পৌরাণিক কাহিনীকে সামনে রেখেই এ উপগ্রহের নাম রাখায় জোর আলোচনা শুরু হয়েছে। রামায়ণ মহাকাব্যে রাবণকে ভিলেনের চরিত্রেই বর্ণনা করা হয়েছে।

সেখানে উপগ্রহের নাম কেন রাবণ রাখা হল তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। খবর হিমালয় টাইমসের। ১৭ জুন রাবণ-১ নামে একটি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর