বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল

প্রতীকী ছবি

বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আসন্ন বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আজ রোববার (২৩ জুন) মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে যান চলাচল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এরই মধ্যে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে, শনিবার (২২ জুন) সকাল ৯টার আগেই শেষ হয়েছে সব ধরনের প্রচার কাজ।

বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ জুন (সোমবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

যান চলাচলের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ভোটের আগের দিন ২৩ জুন রাত ১২টা থেকে ভোটের দিন অর্থাৎ ২৪ জুন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবিট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিনবোট ও স্পিডবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

এ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করেছিলেন। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

 


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর