ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টারকে ঢাকায় তলব

ছবি সংগৃহীত

ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টারকে ঢাকায় তলব

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বরমচাল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার রোমান আহমদকে ঢাকায় তলব করা হয়েছে।

এ ছাড়া রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বুধবার কুলাউড়া উপজেলার বরমচালে সংঘটিত ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনাস্থল মেরামতের পর ট্রেন চলাচল করলেও তাতে সন্তোষ্ট নন বরমচালবাসী। তারা আরও বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন।

সূত্র জানায়, বরমচালে বড়ছড়ায় দুর্ঘটনার ব্যাপারে জানতে কর্তব্যরত স্টেশন মাস্টার রোমান আহমদকে ঢাকায় তলব করা হয়েছে।

এ ব্যাপারে জানতে রোমান আহমদের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন। তবে ঝামেলায় আছেন পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন তিনি।

মঙ্গলবার দুপুর ২টায় দুর্ঘটনাস্থলে গেলে ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল ট্রেন দুর্ঘটনাস্থল ধীরে ধীরে অতিক্রম করতে দেখা যায়।

ক্ষতিগ্রস্ত রেললাইনের উভয়পাশে ৪টি বগি পড়ে আছে। বড়ছড়া নদীতে সেই বগিটিও পড়ে রয়েছে।

উৎসুক মানুষ ক্ষতিগ্রস্ত ট্রেন দেখতে এখনও ভিড় করছেন। ক্ষতিগ্রস্ত রেললাইন ও বড়ছড়া রেলব্রিজে কাজ করতে দেখা যায় রেল শ্রমিকদের।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর