খুলনায় ব্যাটারি চালিত রিক্সা আরো তিন মাস

ব্যাটারি চালিত রিক্সা আরো তিন মাস

খুলনায় ব্যাটারি চালিত রিক্সা আরো তিন মাস

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মানবিক কারণে খুলনা মহানগরী এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচলের সময়সীমা আরো তিন মাস বৃদ্ধি করা হয়েছে। এর ফলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঝুকিপূর্ণ এসব রিক্সা চলাচল করতে পারবে। এর আগে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে ৩০ জুন পর্যন্ত সময় নির্ধারিত ছিল।

বুধবার খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে ষষ্ঠ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া আবাসিক এলাকাসমূহে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের জায়গা রাখার জন্য কেডিএ কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।

সিটি মেয়র বলেন, পরিকল্পিত নগরী গড়ে তুলতে সরকারি সকল সংস্থার কাজে সমন্বয় প্রয়োজন।

তিনি বলেন, মহানগরীতে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সাড়ে চৌদ্দশত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আগামী অর্থবছরে আরো অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে খুলনাকে
সমৃদ্ধ নগরীতে পরিণত করা হবে।

সভায় কেসিসি’র প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, আলী আকবর টিপু, মেমরী সুফিয়া রহমান শুনু, কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/শাহীন/তৌহিদ)

সম্পর্কিত খবর