নাটোরে সালমান (১৭)নামে এক এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে নাটোর সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খোরশেদ পেশায় একজন রিকশাচালক এবং ওই এলাকার ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত সালমান একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয় এর চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। নিহত খোরশেদ আলমের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন নিহত খোরশেদ আলম। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সালমান সন্ধ্যায় খোরশেদ আলমকে কুপিয়ে জখম করে তার বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরে খোরশেদ আলমের আত্মীয়-স্বজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী...
নাটোরে এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু
নাটোর প্রতিনিধি:

মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলার মাদরাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের মা সাবরিনা খাতুন জুমা অভিযোগ করেন, মাদারাসায় নির্যাতন করে তার ছেলেকে হত্যা করেছে। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল সংলগ্ন তানজিরুল কোরআন সোবহানিয়া মাদরাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিদান উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্য চর উরিয়া গ্রামের ফজল মিস্ত্রি বাড়ির ওমান প্রবাসী আমিরুল ইসলাম সোহেলের ছেলে এবং তানজিরুল কোরআন সোবহানিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। নিহতের মা সাবরিনা খাতুন জুমা জানান, তার এক ছেলে এক মেয়ে। বড় ছেলে জিদান তানজিরুল কোরআন সোবহানিয়া মাদরাসার হিফজ বিভাগে আবাসিকে থেকে পড়ালেখা করে। মঙ্গলবার বিকেলের দিকে তার দাদা মো.নুরুল হক বাবুল তার নাতিকে দেখতে...
ছাত্র আন্দোলনে নিহত আজিজের লাশ কবর থেকে উত্তোলন
শেরপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় গুলিতে নিহত শেরপুরের নকলা উপজেলার গার্মেন্টস শ্রমিক আব্দুল আজিজের (২৬) লাশ প্রায় ৮ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামে পারিবারিক কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য আজিজের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজিজ স্থানীয় মৃত মোজাম্মেল হোসেনের ছেলে। লাশ উত্তোলনের সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, ঢাকার উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফুল কায়ছার, আজিজের পরিবারের...
শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৫৯) নামে এক বৃদ্ধের অপমৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পৌর শহরের নারিকেলবাড়ি সন্যাসীর তলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিম বাড়ির পাশে আট শতক জমিতে পাটশাক চাষ করছেন। সম্প্রতি ওই খেতে শিয়ালের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পাটশাক রক্ষার জন্য খেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। বুধবার সকালে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পাটখেত দেখতে গেলে ভুলবশত আব্দুল হাকিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজ জমিতেই নিস্তেজ হয়ে পরেন। পরে স্থানীয় এক বাসিন্দা ঘাস কাটতে গিয়ে তাকে পরে থাকতে দেখে নিহতের স্বজন ও স্থানীয়দের খবর দেন। পরে নিহত ব্যক্তিকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর